Posts

Showing posts from April, 2023

উপন্যাস - পদ্মাবধূ || বিশ্বনাথ দাস || Padmabadhu by Biswanath Das || Fiction - Padmabadhu Part -41

Image
  এগারো পরদিন ঘুম থেকে উঠে দেবীকে প্রাতঃরাশ করিয়ে স্নানে রত হলাম। দেবী আপন বাড়ীতে কর্তব্যে হাজিরা দিতে গেলো। ময়নাকে ঘুম হতে উঠিয়ে ওকে সাজিয়ে গুছিয়ে অর্থাৎ নিত্যকার পদ্ধতি অনুযায়ী স্কুলে পাঠিয়ে দিলাম বানীদার সাথে। আজ মঙ্গ লবার। মঙ্গলাচন্ডীর মন্দিরে গিয়ে পূজো দিয়ে বাড়ী গেট খুলতেই নজরে পড়লো, একজন লোক বারান্দায় পায়চারি করছেন। পরিধানে দামী পাঞ্জাবী ও সাদা ধবধবে পায়জামা। চোখে সোনার ফ্রেমের চশমা, মুখে ধূমপানের পাইপ। তার সুঠাম দেহ। আমার অনুমান, দেবীদাসের বাবা ছাড়া অন্য কেউ নন। অনুমানের সত্যতা যাচাই করবো কি করে ? দ্বিতীয়তঃ ভদ্রলোককে দেখে আমার শরীরের রক্ত হিম হয়ে গেছে। কি করে তাকে সম্বোধন করবো। তারপর প্রথম সাক্ষাতেই যদি টালবাহানা হয়ে যায় তাহলে আর বলার নেই। উপায় হলো, বাড়ী হতে করালীদা আমাকে গেটে দাঁড়িয়ে থাকতে দেখে কাছে এসে বলল, দিদিমরি ছোট বাবুর বাবা এসেছেন। ইনি দেবীর বাবা অর্থাৎ আমার শ্বশুর মশাই। মিনিট খানেক স্থির হয়ে দাঁড়িয়ে শ্বশুর মশাইকে নিরীক্ষণ করতে থাকলাম। তার মুখখানি গাম্ভীর্য পূর্ণ। জানি না তার কাছে কি ব্যবহার পাবো। যদি আমাকে না মেনে নেন বা আমার পরিচয় বাড়ী ...

উপন্যাস - পদ্মাবধূ || বিশ্বনাথ দাস || Padmabadhu by Biswanath Das || Fiction - Padmabadhu Part -40

Image
  আমি আড়চোখে তাকিয়ে ওর মুখের ভাবকে লক্ষ্য করছিলাম । কিন্তু কেন এইভাবে আমার মুখের দিকে তাকিয়ে আছে । কোন অজুহাত দেখিয়ে বাহানা করে ওখান হতে সরে পড়লাম । বিকাশ ও দেবী কোন রূপ বাধা দিলো না । কিন্তু আমার মনের কৌতূহল রয়েই গেল । একটু পরে শুনলাম , সে বাড়ী গেছে । ওর বাবার শরীর খারাপের জন্য থাকতে পারেনি । ওর নাম জয়ন্ত তা পরিচয়ের সময় জেনেছিলাম । বিশেষ করে সে বিকাশের বাল্যবন্ধু বলেই এই বিয়েতে এসেছিলো নতুবা আসতো না । কারণ ওর বাবার শরীর অসুস্থ । বিকাশকে সে কথা বলে গেছে । কিছুক্ষণের মধ্যে ওর কথা ভুলে যাবার চেষ্টা করলাম কিন্তু পারবো কি ? কারণ তার চোখ কি চাইছিলো জানার কৌতুহল রয়ে গেল । বিকাশের বিয়েতে এসে মনটা অনেকখানি প্রফুল্লতায় ভরিয়ে তুলেছিলাম সত্যি তবে , জয়ন্তকে নিয়ে কেমন যেন একটা সমস্যা উদয় হলো । দেবীকে কোন কথা বলিনি । সব কথা চেপে রাখলাম । ধীরে ধীরে সন্ধ্যে ঘনিয়ে এলো । বিকাশদের বিয়ে ব্যতীতে বৈদ্যুতিক আলোগুলো এক সময় জ্বলে উঠলো । মনে হলো আলোর শোভাতে একটা মোহময়ী রূপ চারিদিকে উদ্ভাসিত হয়ে উঠেছে । এমন ঝকঝকে বিভিন্ন আলোকসজ্জা কখনো দেখিয়ে দেবীর সাথে বাইরে এসে অনেকক্ষণ আলোর লুকোচুর...