ফ্লিপকার্ট (Flipkart) এ কর্মী নিয়োগ || বেতন ১৫ হাজার টাকা প্রতি মাসে || Flipkart Recruitment 2022 || Flipkart Supply Chain Operations Free Training and Internship 2022

আমাদের দেশের সবচেয়ে বড় ও ভরসা যোগ্য ই-কমার্স প্ল্যাটফর্ম ফ্লিপকার্ট (Flipkart) নিয়ে এসেছে একটি ফ্রি ট্রেনিং এবং পেইড ইন্টার্নশিপ প্রোগ্রাম। এটি পরিচালনা করবে ফ্লিপকার্ট, যা একটি সাপ্লাই চেইন অপারেশন একাডেমি প্রোগ্রাম। এর মাধ্যমে ই-কমার্স শিল্পের সম্পূর্ণ ডিটেলস তথা ওভারভিউ পাবেন। এর সাথেই দেওয়া হবে সাপ্লাই চেইন ম্যানেজমেন্টের জন্য ট্রেনিং। এই প্রোগ্রামের দ্বারা প্রতিদিন পাবেন 500 টাকা করে। এই ফ্রি ট্রেনিং এবং পেইড ইন্টার্নশিপ প্রোগ্রামের জন্য সব থেকে সুবিধা হল এখানে ল্যাপটপ বা কম্পিউটার এর প্রয়োজন হয় না, সরাসরি মোবাইল ফোন এর মাধ্যমেই এই ফ্রী ট্রেনিংটি নিতে পারবেন। প্রোগ্রামে আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা কি লাগবে, আবেদন কিভাবে করবেন ইত্যাদি নীচে সম্পূর্ণ বিবরণ তুলে ধরা হয়েছে, দেখুন - পদের নাম - Flipkart Supply Chain Operations Free Training and Internship 2022 বর্তমান এ এই ট্রেনিং কেন দরকার - আমরা প্রত্যেক মানুষই জানি Flipkart একটি ভারতীয় ই কমার্স কোম্পানি এবং সিঙ্গাপুরের একটি pvt লিমিটেড কোম্পানি। বাড়ির প্রয়োজনীয় জিনিসপত্র, ইলেকট্রনিক, ফ্যাশন, মুদি এবং লা...