শ্রমের গন্ধ - নাসির ওয়াদেন || Sramer gondho - Nasir Oaaden || kobita || Poetry || কবিতা || বাংলা কবিতা || poem || Bengali poetry || Bengali poem
শ্রমের গন্ধ
নাসির ওয়াদেন
সময়কে ছুঁতে গিয়ে খুঁজে পাই মাঠ পোড়া
উজান বাতাসের গন্ধ
নাড়া-পোড়া ধানগাছে শিয়ালের পায়ের ছাপ
ধানের সময় এসেছে,উঠবে গেরস্থের উঠোনে
মাঠ থেকে ধান আসে গাড়ি গাড়ি,
জিন-শ্রমিকের মাথায় বিড়ির আগুন
খামারে রাতের গন্ধ, শিশির নামে
বরফ আগুনে হাত-পা সেঁকে নেয়
মধু বাগদির ব্যাটা,
মালিকের মাথায় এক বিঘেয় কত ধান ফলে
সাঁঝতারা মাথার উপর দিয়ে হেঁটে যায়
ভোরের মোরগ ডাকার আগেই
বিছানার ওম রেখে
মাঠে যায় জিন-শ্রমিকের দল
দুটো ধানের জন্যই তো মাগ-ছেলে ছেড়ে আসা
ঘুম নেই, রাত ভর সোনালি ধানের শীষে সূর্যকে খোঁজা
Comments