মেঘমানুষ - সোমনাথ বসু || Meghmanush - Somnath Basu || kobita || Poetry || কবিতা || বাংলা কবিতা || poem || Bengali poetry || Bengali poem
মেঘমানুষ
সোমনাথ বসু
অবচেতনে নয়
চেতনার রঙে রঙিন চারাগাছ
শিকড় ছড়াবে প্রজন্ম থেকে প্রজন্ম
চেয়েছিল স্বপ্নের ফেরিওয়ালা....
সারাটা দিন বিষন্নতা চেয়েছে একটা
জলভরা মেঘ,
চোখের কোণ ভিজেছে স্বপ্ন ভাঙার
অকাল বোধনে ....
দু:স্বপ্নের সকাল
কালস্বর্প দোষে কেপে উঠলো
নিয়তির বেনিয়মে ....
উত্তরণের আচমকা খেয়ালে!
যে বীজ দেখে ছিল মেঘ-বৃষ্টি-রোদ,
সিক্ত মাটির রিক্ত ভবিষ্যৎ,
শুধু চেয়েছিল আগামীর স্নিগ্ধ হাসি,
তবু হৃদ্যহীন হল বোধনের বাদ্যির আগে!
Comments