Showing posts with label Southern Railway Act Apprentice Recruitment. Show all posts
Showing posts with label Southern Railway Act Apprentice Recruitment. Show all posts

Tuesday, October 18, 2022

মাধ্যমিক পাশে ভারতের রেলে নিয়োগ || মোট শূন্যপদ - 3154 জন || Indian Railways Recruitment 2022



দীর্ঘ বিরতির পর ফের ভারতীয় রেলওয়েতে নিয়োগ হতে চলেছে। ইতিমধ্যে অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। প্রায় 31,54 জনের এর মত স্থায়ী শূন্যপদ নিয়োগটি হবে। যে সমস্ত প্রার্থীরা সবেমাত্র মাধ্যমিক কিংবা উচ্চমাধ্যমিক পাশ করেছে তাদের কাছে এটি একটি সুবর্ণ সুযোগ।


ভারতীয় রেলওয়ের অন্তর্গত দক্ষিণ রেল বিভাগের টেকনিক্যাল ডিপার্টমেন্টে অ্যাপ্রেন্টিস হিসেবে নিয়োগ টি করা হবে। পশ্চিমবঙ্গের সমস্ত জেলা থেকে আবেদন করার সুযোগ পাবেন চাকরি প্রার্থীরা।


 সরাসরি অনলাইনের মাধ্যমে এখানে আবেদন করার সুযোগ পাবেন। কিভাবে আবেদন করবেন, শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা, মোট শূন্য পদের সংখ্যা কত ইত্যাদির সম্পূর্ণ বিবরণ নীচে আলোচনা করা হল- 


Southern Railway Act Apprentice Recruitment

Southern Railway Madhyamik Pass Act Apprentice Recruitment



নোটিশ নম্বরঃ SR-HQ0MECH(WS)/868/2022-PB-REC


নোটিশ প্রকাশের তারিখঃ 01.10.2022


আবেদনের মাধ্যমঃ শুধু মাত্র অনলাইন।


নিয়োগের তথ্য (Post Details)

পদের নামঃ অ্যাক্ট অ্যাপ্রেন্টিস (Act Apprentice)


শিক্ষাগত যোগ্যতাঃ আবেদন কারী প্রার্থীকে কমপক্ষে 50 শতাংশ নম্বর নিয়ে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পাস সহ সংশ্লিষ্ট ITI কোর্স করে থাকতে হবে।


বয়সসীমাঃ 15 বছর থেকে 24 বছর। সংরক্ষিত প্রার্থীরা সরকারি নিয়মে ছাড় পাবেন।



মোট শূন্যপদঃ সবমিলিয়ে 3,154 জন


প্রশিক্ষণের সময়সীমাঃ

 নির্দিষ্ট ট্রেড অনুযায়ী প্রার্থীদের 1 থেকে 2 বছর ট্রেনিং দেওয়া হবে।


আবেদন পদ্ধতিঃ

শুধু মাত্র অনলাইন। অফিসিয়াল ওয়েবসাইট থেকে আবেদন করার সুযোগ পাবেন।



সবার প্রথমে অফিসিয়াল ওয়েবসাইটে সমস্ত প্রয়োজনীয় তথ্য দিয়ে রেজিস্ট্রেশন করে নিতে হবে।


এরপরে নির্দিষ্ট ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করে অনলাইনে আবেদনপত্রটি সঠিক ভাবে পূরণ করবেন।



গুরুত্বপূর্ণ ডকুমেন্ট-


১)রঙিন পাসপোর্ট সাইজ ছবি।

২)সেল্ফ এটেসটেড করা মাধ্যমিকের সার্টিফিকেট।

৩)ITI ট্রেড সার্টিফিকেট।

৪)আবেদনকারী স্বাক্ষর।

৫)কাস্ট সার্টিফিকেট। (যদি থাকে)



গুরুত্বপূর্ণ তারিখ (Important Dates)

নোটিশ প্রকাশ 01.10.2022

আবেদন শুরু 01.10.2022

আবেদন শেষ 31.10.2022 




Official Website-


Click here 🔴



Official notice-


Click here 🔴


Apply Now-

Click here 🔴