শারদীয়া সংখ্যা ১৪৩১ || Sarod sonkha 1431 || সম্পাদকীয় ও সূচিপত্র

   




       সম্পাদকীয়:


 শারদ প্রভাতে ভ্রমণের আশায় বের হয়ে আসা মানুষ সাদা কাশে ঢাকা মেঘ মল্লার এর দোলায়িত আভা পার হয়ে যখন শশ্মানের কিনারায় পৌঁছে যায় তখন মানুষের উপলব্ধি অন্য বাস্তবায়নের দিকে মোড় নেয়। মনে পড়ে যায় সব কিছু আড়ালে, সব কিছুর শেষে জ্বলন্ত চিতা যেমন সত্য, তেমনি সত্য মানুষের বিবর্ণ জীবন, দোলাচল প্রবৃত্তি। মানুষ তবুও জেগে ওঠে নতুন ভাবে। চেষ্টা করে নতুন ভাবে বাঁচার। 


হৃদয়ের এই সমস্ত জড়তা তথা সংকোচ বোধ কাটিয়ে তুলতে সাহায্য করে উৎসব। কর্ম ব্যস্ততার আড়ালে সব কিছুকে পাশে রেখে মানুষ যেন নতুন ভাবে বাঁচার চেষ্টা করে। আসলে প্রতিটি মানুষের জীবনেই এই উৎসব দরকার। মেকি সভ্যতার লাঞ্ছিত স্বভাব থেকে দুদন্ড শান্তি দেয় উৎসব।


কর্ম ব্যস্ত আপা মো বাঙালি জাতির কাছে দূর্গা পূজা তথা শারদীয়ার আগমণ যেন এক উচ্ছ্বাস, আবেগের চরমতম উৎফুল্লতা। এই আবেগ গুলোকে নতুন রঙ লাগায় শারদীয়া সংখ্যা গুলি। সব কিছুর পাশে থেকে বাঙালি হৃদয়কে রসময় করে তোলে। নিয়মিত পাঠক, নিয়মিত লেখক, কিংবা অন্য সাধারণ মানুষ এই শারদীয়া সংখ্যাগুলিকে আঁকড়ে ধরে নতুন স্বপ্ন দেখে। 


সমাজের এক নতুন মোড় নিয়ে প্রতিবারের ন্যায় এবারও আমরা হাজির হয়েছি ওয়ার্ল্ড সাহিত্য আড্ডা ব্লগ ম্যাগাজিনের শারদীয়া সংখ্যার ডালি নিয়ে। গল্প, কবিতা, উপন্যাস এর এক আলোকময় সম্ভার নিয়ে। দীর্ঘ চার বছর পর এবারের শারদীয়া সংখ্যা যেন এক নতুন চিন্তার মোড়ক। 


সকলেই পড়ুন। অন্যদের কাছে শেয়ার করে আনন্দ গুলো ভাগ করে ফেলুন। এতেই আমাদের সার্থকতা। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। ওয়ার্ল্ড সাহিত্য আড্ডা ব্লগ ম্যাগাজিন ও আপনাদের এবং মায়ের আর্শীবাদের চির সবুজ হয়ে থাকুক এই প্রার্থনা করুন। লিখতে থাকুন, পড়তে থাকুন, অন্যকে পড়ার সুযোগ করে দিন। ওয়ার্ল্ড সাহিত্য আড্ডা সর্বদা পাশে থাকবে সাহিত্যের ডালি নিয়ে।


                                  ‌

                                  ধন্যবাদান্তে 

                  ওয়ার্ল্ড সাহিত্য আড্ডার সম্পাদকীয় বিভাগ




______________________________________



সম্পূর্ণ উপন্যাস টি পড়তে ক্লিক করুনClick Here🔴


________________________________________


                  সূচীপত্র :



উপন্যাস :

১) তপন তরফদার।




প্রবন্ধ :

১) তুষার ভট্টাচার্য, ২) হিমাদ্রিশেখর দাস, ৩) শংকর ব্রহ্ম।




স্বাস্থ্য বিভাগ :

১)কালী শঙ্কর মিত্র।




রম্যরচনা/ মুক্তগদ্য :

১) অরবিন্দ সরকার, ২) সুশীল বন্দ্যোপাধ্যায়। 




English story :

1) Bhaskar sinha.



English poetry :

1) MD Mazharul abedin, 2) Santanu Ghosh, 

3) bijon Kumar Sengupta, 4) Pratik mitra

5) Anjali De Nandi, 6) Raja Debroy, 7) Prabir basak, 8) Samir Kumar Dutta, 9) Ananda Gopal Gorai, 10) Trishita Mitra, 11) Ashok Bandopadhyay. 





কবিতা :

১) রঞ্জনা ঘোষ, ২) সোমনাথ বসু, ৩) স্বাতী লেখা রায়, ৪) সোমনাথ সামন্ত, ৫) চিরঞ্জিত ভান্ডারী, ৬) মনোরঞ্জন ঘোষাল, ৭) বিজন বেপারী, ৮) ইলা সুত্রধর, ৯) চয়ন দত্ত, ১০) রোহিত ঘোষাল, ১১) কেতকী বসু, ১২) অরুন কুমার সরকার, ১৩) আব্দুস সালাম, ১৪) নাসরিন মন্ডল, ১৫) নিশীথ ষড়ংঙ্গী, ১৬) নাসির ওয়াদেন, ১৭) শতাব্দী চক্রবর্ত্তী, ১৮) সুব্রত ভট্টাচার্য, ১৯) ঐশ্বর্য কৃষ্ণ রায়হান, ২০) মৌসুমী সিনহা ব্যানার্জি।





গল্প :

১) সুমন্ত রবিদাস, ২) গায়ত্রী ভট্টাচার্য, ৩) অভিক মুখার্জি, ৪) সামসুজ জামান, ৫) দিলদার সেখ, ৬) মৌসুমী সরকার, ৭) তুষার দেবনাথ, ৮) সুতপা সোঽহং, ৯) দেবাংশু সরকার, ১০) পায়েল বিশ্বাস, ১১) অন্তরা রায় চৌধুরী, ১২) রানা জামান, ১৩) পূর্বিতা পুরকায়স্থ, ১৪) পার্থ প্রতিম দাস, ১৫) রাকেশ দেবনাথ, ১৬) অসীম কুমার সমাদ্দার, ১৭) প্রণব কুমার, ১৮) শ্রাবণী আচার্য্য, ১৯) সুমিতা চৌধুরী, ২০) মনোরঞ্জন ঘোষাল, ২১) পিনাকী চক্রবর্তী, ২২) মিঠুন মুখার্জী, ২৩) অমিত কুমার সাহা, ২৪) দীনেশ সরকার, ২৫

) সুভাষ সিংহ, ২৬) সমীর কুমার দত্ত, ২৭) শচীন দুলাল দাস।



______________________________________



________________________________________




_____________________________________




Comments

Popular posts from this blog

TATA Steel Job Recruitment 2024 || টাটা স্টিল কোম্পানিতে নতুন করে 6000 শূন্যপদে কর্মী নিয়োগ || TATA company job

শারদীয়া সংখ্যা ১৪৩০ || সম্পাদকীয় ও সূচিপত্র || World Sahitya Adda Sarod sonkha 1430

মাধ্যমিক পাশেই ভালো মাইনের চাকরি,জলের ট্যাঙ্কি দেখাশোনার স্থায়ী কাজ || Jal Jeevan Mission Registration 2024