ধূসর জীবন
অরুণ কুমার সরকার
এখন আর 'ভালো আছি' কথাটা বলতে পারি না;
আবার 'খারাপ আছি' তাও ঠিক বলা যায় না
বরং একটা সমতা রেখে এই দুইয়ের মাঝামাঝি একটা শব্দ বেছে নিয়ে
সবটার উত্তর দেওয়ার চেষ্টা করি এখন;
এতে সাপও মরে, আবার লাঠিও ভাঙে না।
আমার এখন ধূসর জীবন-
'মোটামুটি আছি' কিংবা 'এই চলে যাচ্ছে' শব্দেও
ধূসরতা ক্রমশ যেন আরও ফিকে হয়ে আসে;
আগামীর স্বপ্নগুলো ছাই রঙ মেখে মেখে
মৃত্যুর প্রহর গোনে যেন।
হৃদয় কুলুঙ্গিতে সাজিয়ে রাখা কিছু সুখ-স্মৃতি
ক্রমশ ঝাপসা হতে হতে
বাহ্যিক চাকচিক্যের ঘুণ ধরা সমাজের কলুষ স্রোতে
কখন যে তিস্তা তোর্ষায় গিয়ে মেশে
তা কেউ জানে না।
তবুও বেঁচে আছি,
কিংবা বলা ভালো, টিকে আছি আজও যেন এক ধূসর
পান্ডুলিপি হয়ে....
No comments:
Post a Comment