Showing posts with label librarian recruitment 2022. Show all posts
Showing posts with label librarian recruitment 2022. Show all posts

Sunday, May 1, 2022

পশ্চিমবঙ্গ রাজ্যে নতুন লাইব্রেরিয়ান নিয়োগ, বেতন ৩৭ হাজার ৬০০ টাকা || WB Librarian Recruitment 2022 || WB job News || WBHRB Librarian Recruitment 2022




পশ্চিমবঙ্গ রাজ্যের চাকরি প্রার্থীদের জন্য নতুন সুখবর আছে। এতদিন যারা লাইব্রেরিয়ান পদে নিয়োগ হবে বলে অপেক্ষা করছিলেন তাদের জন্য সুখবর। ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ড এর তরফ থেকে  লাইব্রেরিয়ান পদে নিয়োগ হবে। পশ্চিমবঙ্গের সমস্ত জেলার লোক এখানে আবেদন করার সুযোগ পাবেন। চাকরি সংক্রান্ত সম্পূর্ণ বিবরণ নীচে দেওয়া হল-  



পদটির নাম- লাইব্রেরিয়ান (Librarian) 

মোট শুন্যপদ- 12 টি

মোট বেতন- 37,600 টাকা প্রতি মাসে। সঙ্গে গ্রেড পে।


আবেদন পদ্ধতি- প্রতিটি প্রার্থী অনলাইন এর  মাধ্যমে আবেদন করার সুযোগ পাবেন। নীচে দেওয়া অফিসিয়াল ওয়েবসাইট এ গিয়ে অনলাইনে আবেদন করতে হবে। নীচে অফিসিয়াল নোটিশ টি ডাউনলোড করে নিন আরও বিস্তারিত তথ্য পেয়ে যাবেন।


আবেদন মূল্য- সাধারণদের 160 টাকা। ST, SC দের কোনো আবেদন মূল্য লাগবে না।

বয়স-  প্রতিটি প্রার্থীর বয়স 18 - 39 বছর এর মধ্যে হওয়া আবশ্যক। সংরক্ষিত প্রার্থীরা সরকারি নিয়মে ছাড় পাবেন।


শিক্ষাগত যোগ্যতা- আপনাকে গ্র্যাজুয়েশন পাশ হতে হবে। সঙ্গে আপনার থাকতে হবে লাইব্রেরি সায়েন্স বিষয়ে ডিপ্লোমা।


নিয়োগ প্রক্রিয়া- আপনার অ্যাকাডেমিক স্কোর থেকে সর্ট লিস্ট করা হবে। তারপর হবে ইন্টারভিউ।


 
তারিখ- 
আবেদন শুরু হয়েছে 21.04.2022 তারিখে এবং আবেদন চলবে 05.05.2022 তারিখ পর্যন্ত।


Official Website-


Official notice-

Apply Now-