Tuesday, October 29, 2024

পূর্ণিমা - ঐশ্বর্য্য কৃষ্ণ রায়হান || Purnima - Aiswarya krishna Rayhan || kobita || Poetry || কবিতা || বাংলা কবিতা || poem || Bengali poetry || Bengali poem

 পূর্ণিমা

            ঐশ্বর্য্য কৃষ্ণ রায়হান


সময় ফুরোচ্ছে শুধু, বৃষ্টি অবিরাম।

অনেক দিন তো হলো, ভালোবাসি বলো।

দুপুর রৌদ্রে সহস্র শতাব্দী আগে

স্থির অরণ্যের মত চুপ ছিলে।


আজ পূর্ণিমা, তুমি নেই তাই

জোনাকিরা জ্বালে না আলো।


বাড়িগুলির আলো বিলীন দ্রুত

গভীর রাত আর নিদ্রাহীন চোখ।

জঙ্গলজুড়ে কান্নার শব্দ নামে।

বৃষ্টি মত গায়ে, পাতায় জমে যাবে।

No comments: