দু-চোখ
শতাব্দী চক্রবর্তী
সারি সারি দাঁড়িয়ে আছে চন্দ্রভুক অমাবস্যা
এই মুহূর্তে আমার চোখ যেন গান্ধারীর
একটা ঘেউ গা ঘেঁষে দাঁড়াল
অন্ধকারে সেই যেন অন্ধের যষ্টি।
সেই উলঙ্গ পাগলিটাকে শোনা যায়
বুড়িগঙ্গার ঘাটের দিকে
দেখেছি তাকে, এ পাড়ায় নতুন
প্রবঞ্চনা কাকে বলে ভালো মতো জানে সে,
অন্ধকার কাকে বলে তাও।
আমার মাথার উপরে চাঁদ নেই
থাক থাক অমাবস্যা ঝুলে আছে
নারকেলের পাতার মতো হাতছানি দেয়
কেবল দুটো চোখ আছে আমার
চাঁদ সূর্যের বিচার করার আলোও আছে
কত শত উলঙ্গকে দেখারও
"হরি দিন তো গেল সন্ধ্যা হল, পার করো আমারে"
ঐ তো, গাইছে গঙ্গার মতো পাড় ভাঙা গলায়
উলঙ্গ পাগলিটা
আ
মার দু-চোখ কত কিছুই দেখে ফেলে এমন অন্ধকারেও
No comments:
Post a Comment