লেখা
নিশীথ ষড়ংগী
অচেনা গ্রামের মতো মৃদু চোখ : আর
পাহাড়ি সন্ধ্যার মতো আশ্চর্য নির্জন এক ঝিল
তোমার ই-মেল জুড়ে সামান্য যে লেখা ।
অক্ষরের পায়ে পায়ে, নীচু অন্ধকারে
জোনাকির আলো
শব্দের অতলে কতো তারা ফুটে থাকে...
এতোদূর শহর যে, বৃষ্টিও এখানে আসে না
কার্নিভালে কার্নিভালে ভেসে যায় থমথমে মেঘ
অক্ষরের সামনে নত, খুলে রাখা একটি জীবন
পাতা খসে খসে পড়ে আদিম বৃক্ষ-শাখা থেকে...
No comments:
Post a Comment