লক্ষ তিলোত্তমা - রঞ্জনা ঘোষ (সেন) || lokhhi Tilottama - Ranjana ghosh (sen) || kobita || Poetry || কবিতা || বাংলা কবিতা || poem || Bengali poetry || Bengali poem

লক্ষ তিলোত্তমা

    রঞ্জনা ঘোষ (সেন) 


আড়াল হবে যতো অপরাধ

এগিয়ে চলবে ততো প্রতিবাদ। 

অপরাধীরা পাবে না ক্ষমা

বিচার পাবেই তিলোত্তমা।


যেখানেই থাকুক রক্তবীজের বংশ

এবার তাদের করতেই হবে ধ্বংস। 

খাটবে না আর শকুনির ছল

যাজ্ঞসেনীরা বেঁধেছে দল। 


কান পাতলেই শোনা যায় লাশকাটা ঘরে

অপূর্ণ স্বপ্নগুলো গুমরে কেঁদে মরে ! 

পাপের ঘড়া পূর্ণ এবার সব পড়েছে জমা

এক অভয়া জন্মদিল লক্ষ তিলোত্তমা ।


মোমবাতি ছেড়ে মশাল নিয়েছে হাতে

প্রতিবাদে গর্জে চলেছে গলি থেকে রাজপথে। 

আটকে রাখা যাবে না আর কিছুতে

ধর্ম বর্ণ ভাষা চিহ্ন সব মিশে গেছে একসাথে। 


ছুটে চলেছে সব বিচার বেদীর পানে

দ্বিধা দ্বন্দ্ব ভয় শঙ্কা নেই কারো মনে।

নেভেনি আগুন এখনো জ্বলছে চিতা শ্মশানে

নিভে গেলে মশাল জ্বালাবে সেই চিতার আগুনে। 


জমে থাকা ক্ষোভ রূপ নিয়েছে প্রতিবাদে

ঘরের কোণে পড়ে থাকবে না কেউ অবসাদে। 

বিচার না পাওয়া অবধি যাবে নাতো থামা 

এক অভয়া জাগিয়ে দিল লক্ষ তিলোত্তমা।

Comments

Popular posts from this blog

শারদীয়া সংখ্যা ১৪৩০ || সম্পাদকীয় ও সূচিপত্র || World Sahitya Adda Sarod sonkha 1430

শারদীয়া সংখ্যা ১৪৩১ || Sarod sonkha 1431 || সম্পাদকীয় ও সূচিপত্র