শরৎ রানী
মৌসুমী সিনহা ব্যানার্জ্জী
শিউলি ফোটার বার্তা এল
অলির গানে গানে,
শাপলা শালুক ডাক দিয়ে যায়
শরৎ রানীর কানে।
কাশফুলেরা মাথা দোলায়
শুভ্র হাসির মেলা,
তুলো মেঘের ফাঁকে ফাঁকে
সোনা রোদের খেলা।
সোনালী ধান মাঠ ভরেছে,
শিশির ভেজা ঘাসে
গঙ্গা ফড়িং নেচে বেড়ায়
ধানের শীষে শীষে।
আগমনীর সুর শোনা যায়
আকাশ বাতাস জুড়ে,
মা এসেছেন বাপের বাড়ি
সিংহের পিঠে চড়ে।
অসুর দানব যেথায় যত
নেই যাদের কিছু লাজ,
চুলের মুঠি ধরে তাদের
বিনাশ করবে মা আজ।
No comments:
Post a Comment