শরৎ রানী - মৌসুমী সিনহা ব্যানার্জ্জী || Sarat rani - Mousumi sinha Banerjee || kobita || Poetry || কবিতা || বাংলা কবিতা || poem || Bengali poetry || Bengali poem
শরৎ রানী
মৌসুমী সিনহা ব্যানার্জ্জী
শিউলি ফোটার বার্তা এল
অলির গানে গানে,
শাপলা শালুক ডাক দিয়ে যায়
শরৎ রানীর কানে।
কাশফুলেরা মাথা দোলায়
শুভ্র হাসির মেলা,
তুলো মেঘের ফাঁকে ফাঁকে
সোনা রোদের খেলা।
সোনালী ধান মাঠ ভরেছে,
শিশির ভেজা ঘাসে
গঙ্গা ফড়িং নেচে বেড়ায়
ধানের শীষে শীষে।
আগমনীর সুর শোনা যায়
আকাশ বাতাস জুড়ে,
মা এসেছেন বাপের বাড়ি
সিংহের পিঠে চড়ে।
অসুর দানব যেথায় যত
নেই যাদের কিছু লাজ,
চুলের মুঠি ধরে তাদের
বিনাশ করবে মা আজ।
Comments