শরৎ কথা - সোমনাথ সামন্ত || Sarot kotha - Somnath Samanta || kobita || Poetry || কবিতা || বাংলা কবিতা || poem || Bengali poetry || Bengali poem

      শরৎ কথা

         সোমনাথ সামন্ত


শিউলি ফুলের নোলক দিয়ে

দুগ্গা মাতা সাজে,

শরৎ এসে জানান দিলে

আলোর বেণু বাজে। 


কাশ ফুলেরা মাঠের ধারে

করছে নানান খেলা, 

নীল আকাশে ভেসে বেড়ায়

সাদা মেঘের ভেলা। 


শাপলা শালুক খুশি মনে

দীঘির মাঝে ভাসে,

শেফালিরা সবাই মিলে

তাদের কাছে আসে। 


সেজে ওঠে ক্ষেতের জমি

কনক ভরা ধানে, 

চাষা ভায়া মেতে ওঠে

মিষ্টি বাউল গানে।


হিমের পরশ লাগল যে ঐ

কামিনীদের দলে,

জুঁই মালতী দল বেঁধেছে

গল্প বলার ছলে।




Comments

Popular posts from this blog

শারদীয়া সংখ্যা ১৪৩০ || সম্পাদকীয় ও সূচিপত্র || World Sahitya Adda Sarod sonkha 1430

শারদীয়া সংখ্যা ১৪৩১ || Sarod sonkha 1431 || সম্পাদকীয় ও সূচিপত্র