শরৎ কথা
সোমনাথ সামন্ত
শিউলি ফুলের নোলক দিয়ে
দুগ্গা মাতা সাজে,
শরৎ এসে জানান দিলে
আলোর বেণু বাজে।
কাশ ফুলেরা মাঠের ধারে
করছে নানান খেলা,
নীল আকাশে ভেসে বেড়ায়
সাদা মেঘের ভেলা।
শাপলা শালুক খুশি মনে
দীঘির মাঝে ভাসে,
শেফালিরা সবাই মিলে
তাদের কাছে আসে।
সেজে ওঠে ক্ষেতের জমি
কনক ভরা ধানে,
চাষা ভায়া মেতে ওঠে
মিষ্টি বাউল গানে।
হিমের পরশ লাগল যে ঐ
কামিনীদের দলে,
জুঁই মালতী দল বেঁধেছে
গল্প বলার ছলে।
No comments:
Post a Comment