World sahitya adda পত্রিকাটি একটি সাপ্তাহিক ব্লগ ম্যাগাজিন।
World sahitya adda পত্রিকাটি কোনো সাধারণ পত্রিকা নয়। এটি হল সাহিত্যের মাধ্যমে বিশ্ব দরবারে পৌঁছে যাওয়ার প্লাটফর্ম। সকলের লেখার সুযোগ আছে। বিভিন্ন ভাষায় পড়ার সুযোগ পাবেন। আর রয়েছে আমাদের নিজস্ব Youtube channel. যার নাম World sahitya adda. এই চ্যানেলে আপনারা সকলেই নিজস্ব স্বরচিত কবিতার আবৃত্তি প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবেন। এছাড়া নিজস্ব সাহিত্য কর্মকেও তুলে ধরার সুযোগ পাবেন। তাই পাশে থাকুন। লিখুন। পড়ুন। শেয়ার করুন লেখা গুলি। আর পৌঁছে দিন বিশ্ব দরবারে।
যেকোনো প্রয়োজনে 👇
👉Please contact us-
👇
Name -- Amit pal(Editor in chief)
Vill -- Sankarpur
P.O -- Thengapara
P.S -- Mongalkote
Dist -- Purba Bardhaman
Pin code -- 713143
Contact no. --- 8016962754
gmail -- amitpal7949@gmail.com
worldsahityaadda2021@gmail.com
--------------------------------------------------------------------------
🙏🙏World Sahitya Adda পত্রিকায় লেখা পাঠানোর নিয়মাবলী----
1)বাংলা কিংবা ইংরেজি কবিতা পাঠাবেন কমবেশি পাঁচটি। বানান ভুল যেন না থাকে।
2)বড় গল্প পাঠাবেন ২টি। ছোট গল্প পাঠাবেন ৩টি। অনুগল্প পাঠাবেন ৩টি।
3) প্রবন্ধ কিংবা নিবন্ধ পাঠাবেন ২টি।
4) মুক্তগদ্য, অনুগদ্য কিংবা রম্যরচনা বিভাগের জন্য মোট ৩টি লেখা পাঠাবেন।
5) গবেষণা ধর্মী লেখা পাঠাবেন ১টি। কেউ যদি গান লেখেন তাহলে ২টি গান লিখে পাঠাবেন।
6) উপন্যাস পাঠালে সম্পূর্ণ উপন্যাস টি পাঠাবেন। কিন্তু আমাদের ব্লগে তার পার্ট পার্ট করে প্রকাশিত হবে।
7)হাতে আঁকা ছবি পাঠাবেন মোট ৫টি।
8) মোবাইল ফটোগ্রাফি এবং Wildlife photography পাঠাবেন মোট ৫টি।
9) হস্তশিল্প, গ্রাম্য শিল্পকলা, লোকসংস্কৃতি তুলে ধরার ছবি এবং সেই সম্পর্কে কিছু কথা লিখে পাঠাবেন মোট ২টি।
10) যারা এই সপ্তাহে লেখা পাঠাবেন তারা পরের সপ্তাহে পাঠাবেন না। অর্থাৎ প্রথম সপ্তাহে লেখা পাঠানোর পর দ্বিতীয় সপ্তাহ বাদ দিয়ে তৃতীয় সপ্তাহে লেখা পাঠাবেন।
🙏 লেখা পাঠাবেন মেইল কিংবা হোয়াটসঅ্যাপ এ টাইপ করে। সঙ্গে দেবেন নিজস্ব ঠিকানা ও ফোন নম্বর।
লেখা পাঠানোর ঠিকানা--
অমিত পাল:
gmail- amitpal7949@gmail.com
WhatsApp- 8016962754(প্রয়োজনে কথা বলুন)
No comments:
Post a Comment