Showing posts with label 100 দিনের কাজে নিয়োগ. Show all posts
Showing posts with label 100 দিনের কাজে নিয়োগ. Show all posts

Thursday, October 20, 2022

রাজ্যে নতুন আশা কর্মী নিয়োগ || কয়েকশো নতুন আশা কর্মী নিয়োগ || asha karmi recruitment 2022 || www.wbhealth.gov.in


 


##রাজ্যের মহিলাদের জন্য একটা বড় সুখবর। জেলায় জেলায় স্বাস্থ্য কর্মী নিয়োগ। রাজ্যের প্রতিটি জেলায় জেলায় আশা কর্মী নিয়োগ হতে চলেছে প্রায় 13 হাজার, মুখ্যমন্ত্রীর নিজে ঘোষণা করেছেন বর্তমানে দুটি জেলার বিভিন্ন ব্লকে আশা কর্মী নিয়োগ হতে চলেছে যার বিবরণ নিচে দেয়া হল।





পদের নাম - আশা কর্মী।


শিক্ষাগত যোগ্যতা--- 
মাধ্যমিক পাশ বা মাধ্যমিক অনুত্তীর্ণ বিবাহিতা, বিধবা বা, বিবাহবিচ্ছিন্না মহিলারা আবেদন করতে পারেন। আবার উচ্চতর যোগ্যতার ব্যক্তিরাও আবেদন করতে পারবেন তবে মাধ্যমিকের প্রাপ্ত নম্বর দেখে বিবেচনা করা হবে।

 



বয়স--- বয়স 30 থেকে 40 বছরের মধ্যে হতে হবে
 সংরক্ষিত প্রার্থীরা সরকারি নিয়ম অনুসারে ছাড় পাবেন। যেমন তফসিল উপজাতিরা 22 থেকে 40 বছরের মধ্যে আবেদন করতে পারবেন।



শূন্য পদ - কয়েকশো। কোন ব্লকে কতগুলো শূন্য পদ তা পাবেন নীচে দেওয়া সংশ্লিষ্ট জেলার অফিসিয়াল ওয়েবসাইট এ। অবশ্যই মনে রাখবেন যিনি মে ব্লকে ফর্ম ফিলাপ করছেন, তাকে সেই এলাকার বাসিন্দা হতে হবে।


আবেদন পদ্ধতি--- শুধু মাত্র অফলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদন পত্র সম্পূর্ণ পূরণ করে নিজ নিজ এলাকার বিডিও অফিসে জমা করবেন। আবেদনপত্রের সঙ্গে প্রয়োজনীয় নথি যোগ করে একটি মুখ বন্ধ খামে ভরে তারপর বড় হাতে লিখতে হবে ‘APPLICATION FOR THE POST OF _______’ (কোন পদের জন্য আবেদন করছেন)।



কি কি ডকুমেন্ট লাগবে---

1) শিক্ষাগত যোগ্যতার প্রমাণ পত্র।

2) স্থায়ী বাসিন্দার প্রমাণপত্র রেশন কার্ড ভোটার কার্ড।

3) বয়সের প্রমাণপত্র (জন্ম সার্টিফিকেট কিংবা মাধ্যমিকের এডমিট কার্ড)।

4) বিধবাদের ক্ষেত্রে স্বামীর ডেট সার্টিফিকেট।

5) বিবাহিতদের ম্যারেজ সার্টিফিকেট।
6) ডিভোর্স সার্টিফিকেট কাস্ট সার্টিফিকেট।
8) দুটি পাসপোর্ট ছবি।



আবেদনের শেষ তারিখ--- দক্ষিণ দিনাজপুরে 4/11/ 2022 এবং দক্ষিণ ২৪ পরগনা 29/10/2022

নিয়োগের স্থান --

 দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট (সদর) মহকুমা ও গঙ্গারামপুর বিভিন্ন ব্লকের উপস্বাস্থ্য কেন্দ্রে ।
 দক্ষিণ ২৪ পরগনা জেলার কাকদ্বীপ ও ক্যানিং-২, মগরাহাট-১, ডায়মন্ডহারবার, বারুইপুর, মথুরাপুর ২ ব্লকের উপস্বাস্থ্য কেন্দ্রে ।




Official website-


দক্ষিণ দিনাজপুর official website -


দক্ষিণ ২৪ পরগনা official website -


Saturday, October 1, 2022

রাজ্যে গ্রুপ-D এবং ক্লার্ক পদে কর্মী নিয়োগ || WB group D and Group C Recruitment 2022 || Bench Clerk, Lower Division Clerk and Group D Recruitment 2022


 


রাজ্যের প্রতিটি বেকার যুবক - যুবতীদের নতুন চাকরির সুযোগ এসেছে। আবারও আমাদের রাজ্যে নিয়োগ হতে চলেছে বেঞ্চ ক্লার্ক, লোয়ার ডিভিশন ক্লার্ক এবং গ্রুপ-ডি (Group-D)  পদে। সম্প্রতি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই নিয়োগটি পশ্চিমবঙ্গের শিশু সুরক্ষা ইউনিট (Child Protection Unit)– এ করা হবে। অষ্টম শ্রেনি, মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পাশ করলে এখানে আপনি বিভিন্ন পদে আবেদন করার সুযোগ পাবেন। কোন কোন পদে, কোথায় কোথায় নিয়োগ টি হবে এবং কোন পদে কি কি যোগ্যতা দরকার, বয়সসীমা, মোট শূন্যপদ, আবেদন পদ্ধতি সমস্ত নীচে আলোচনা করা হল।




নোটিশ নম্বরঃ 722/DCPU/DARJ/2022

নোটিশ তারিখঃ 19 সেপ্টেম্বর 2022




আবেদনের মাধ্যমঃ অফলাইনের মাধ্যমে আপনাকে আবেদন করতে হবে।



নিয়োগের তথ্য -

(1) পদের নামঃ বেঞ্চ ক্লার্ক (Bench Clerk)

বেতনঃ প্রতিমাসে 13,500 টাকা ।

শিক্ষাগত যোগ্যতাঃ  উচ্চ মাধ্যমিক পাশ করতে হবে 

মোট শূন্যপদঃ 01


(2) পদের নামঃ লোয়ার ডিভিশন ক্লার্ক (Lower Division Clerk)

বেতনঃ  প্রতিমাসে 13,500 টাকা।

শিক্ষাগত যোগ্যতাঃ মাধ্যমিক পাশ করতে হবে।

মোট শূন্যপদঃ 02

(3) পদের নামঃ অর্ডারলি (Orderly)

বেতনঃ প্রতিমাসে 12,500 টাকা।

শিক্ষাগত যোগ্যতাঃ শুধুমাত্র অষ্টম শ্রেণী পাশ। এক্ষেত্রে প্রার্থী কে অবূ বাংলা কিংবা নেপালি এবং হিন্দি ভাষায় কথা বলতে, লিখতে ও পড়তে জানতে হবে। 

মোট শূন্যপদঃ 07




বয়সসীমা: প্রতিটি চাকরি প্রার্থীর বয়স 21 থেকে 40 বছরের মধ্যে হতে হবে।  তপশিলি জাতি (SC) এবং তপশিলি উপজাতি (ST)  সরকারি নিয়ম অনুযায়ী ছাড় পাবেন।




নিয়োগ পদ্ধতিঃ
(1) বেঞ্চ ক্লার্ক এবং লোয়ার ডিভিশন ক্লার্ক পদের ক্ষেত্রে লিখিত পরীক্ষা হবে। এরপর উত্তীর্ণ প্রার্থীদের নেওয়া হবে কম্পিউটার টেস্ট। সবশেষে নিয়োগ করা হবে।




আবেদন পদ্ধতিঃ
(1) সম্পূর্ণ অফলাইন এর মাধ্যমে আপনাকে আবেদন করতে হবে। 

(2) প্রথমে অফিসিয়াল ওয়েবসাইট থেকে ফর্মটি ডাউনলোড করে নিতে হবে।

(3) ফর্মটি  A4 সাইজের পেপারে প্রিন্ট আউট করতে হবে।

(4) ফর্মটি পূরণ করে প্রয়োজনীয় নথিপত্র সেঁটে দিতে হবে। প্রতিটি নথিতে অবশ্যই সেল্ফ অ্যাটেস্টেড করতে হবে।

(5) সবশেষে আবেদন পত্র ফর্মে দেওয়া নির্দিষ্ট ঠিকানায় নির্দিষ্ট তারিখের মধ্যে স্পিড পোষ্ট অথবা রেজিস্টার্ড পোষ্টের মাধ্যমে পাঠাতে হবে। 




প্রয়োজনীয় ডকুমেন্ট -
সম্পূর্ণ ডিটেলস নোটিশে পেয়ে যাবেন। নীচে দেওয়া লিংক টি ক্লিক করলেই সমস্ত তথ্য পাবেন। এই নোটিশ থেকেই ফর্মটি ডাউনলোড করতে পারবেন।



প্রয়োজনীয় তারিখ-

আবেদন শুরু - 21.09.2022
আবেদন শেষ - 21.10.2022 


Official website -


Official notice -



_______________________________________________

চাকরি সংক্রান্ত আপডেট পেতে আমাদের গ্রুপে জয়েন করুন

Telegram group-


Whatsapp group-

Wednesday, May 4, 2022

পশ্চিমবঙ্গ রাজ্যে জেলায় জেলায় আশা কর্মী নিয়োগ, মাধ্যমিক পাশে আবেদন করুন || WB Aasha Karmi Recruitment 2022 || আশা কর্মী নিয়োগ


 



পশ্চিমবঙ্গ রাজ্যের মহিলাদের জন্য নতুন চাকরির সুখবর। রাজ্যে নতুন আশা কর্মী নিয়োগ হতে চলেছে। শুধুমাত্র এই পদে বিবাহিত, বিধবা বা বিবাহবিচ্ছিন্না মহিলা প্রার্থীরা আবেদন করার সুযোগ পাবেন। চাকরি সংক্রান্ত সম্পূর্ণ বিবরণ নীচে দেওয়া হল-



পদটির নাম- আশা কর্মী।

মোট শূন্যপদ- ৭১ টি।

শিক্ষাগত যোগ্যতা- 
মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় পাশ করে থাকতে হবে।


বয়স- 
আপনার বয়স অবশ্যই হতে হবে ৩০ থেকে ৪০ বছরের মধ্যে। সংরক্ষিত প্রার্থীরা সরকারি নিয়ম অনুসারে ছাড় পাবেন।


আবেদনের পদ্ধতি- 
 অফলাইনের মাধ্যমে আপনাকে আবেদন করতে হবে। আবেদনপত্র সঠিক ভাবে পূরণ করবেন নির্দিষ্ট বয়ানে। তারপর সেটি বিডিও অফিসে জমা করতে হবে। আবেদনপত্রের সঙ্গে সমস্ত প্রয়োজনীয় নথি জুড়ে একটি খামে ভরে জমা করবেন সঙ্গে ৫ টাকার ডাকটিকিট সেঁটে দেবেন।

নিয়োগের স্থান- 
পুরুলিয়া জেলায়। এখানকার মোট ৫ টি ব্লকের অন্তর্গত পঞ্চায়েত গুলি তে নিয়োগ টি হবে। 
কোন ব্লকে কতগুলো শূন্যপদ রয়েছে তা নীচে দেওয়া অফিসিয়াল ওয়েবসাইট ও অফিসিয়াল নোটিশ থেকে জানতে পারবেন।


নির্বাচন পদ্ধতি- 
মাধ্যমিক পরীক্ষার নম্বর দেখে মেরিট লিস্ট তৈরি হবে, এর পর হবে ইন্টারভিউয়। সর্বমোট ১০০ নম্বর অর্থাৎ মাধ্যমিক নম্বরের উপর 90% এবং ইন্টারভিউ তে 10% থাকবে।

তারিখ- 18/5/2022 তারিখের মধ্যে আবেদন পত্র জমা করতে হবে।


আবেদন ফী- 
সম্পূর্ণ বিনামূল্যে আবেদন করতে পারবেন।


প্রয়োজনীয় নথিপত্র:

১)শিক্ষাগত যোগ্যতার মার্কশিট ও সার্টিফিকেট।
২) স্থায়ী বাসিন্দা হিসেবে প্রমাণ পত্র।
৩) বয়সের প্রমাণপত্র।
৪) বিবাহিতদের মেরেজ সার্টিফিকেট এবং বিবাহ বিচ্ছেদের ডিভোর্স সার্টিফিকেট। বিধবাদের স্বামীর মৃত্যু শংসাপত্র।





Official Notice-


Official Website: 











Tuesday, May 3, 2022

100 দিনে কাজে (MGNREGS) পশ্চিমবঙ্গে গ্রুপ সি তথা গ্রাম রোজগার সহায়ক (VLE) পদে প্রচুর নিয়োগ || WB VLE Recruitment 2022




 

##চাকরি প্রার্থীদের জন্য আমাদের রাজ্যে নতুন সুখবর। রাজ্যে আমার 100 দিনের কাজে গ্রুপ সি তথা গ্রাম রোজগার সহায়ক(VLE ) পদে কর্মী হতে চলেছে। রাজ্যের 23 টি জেলার প্রতিটি চাকরি প্রার্থী (পুরুষ ও মহিলা) এখানে আবেদন করতে পারবেন। চাকরি সংক্রান্ত সম্পূর্ণ বিবরণ নীচে দেওয়া হল।



 
কোন পদে নিয়োগ হবে: 
100 দিনের কাজের (MGNREGS) জন্য গ্রুপ সি তথা Village Level Entrepreneur (VLE)  পদে নিয়োগ হবে।
 


শিক্ষাগত যোগ্যতা: 
আবেদন করতে আপনার শিক্ষাগত যোগ্যতা অবশ্যই মাধ্যমিক পাশ হতে হবে। তাছাড়া প্রার্থীর সঙ্গে থাকতে হবে কমপক্ষে ছয় মাস কম্পিউটার সার্টিফিকেট।

 

 
আবেদন কিভাবে করবেন: 
অফলাইনের মাধ্যমে এখানে আপনি করতে পারবেন। আপনাকে নীচে দেওয়া অফিশিয়াল নোটিফিকেশন থেকে আবেদনপত্র টি ডাউনলোড করতে হবে। তারপর সেটির প্রিন্ট আউট করে ফর্ম ফিলাপ করে নেবেন। সঙ্গে প্রয়োজনীয় ডকুমেন্ট জুড়ে দেবেন এবং সেটি খামে ভরে পোস্ট করবেন নীচে দেওয়া ঠিকানায়।

 




 
প্রার্থী নির্বাচন পদ্ধতি:
 কোনো লিখিত পরীক্ষা প্রার্থীদের দিতে হবে না। সরাসরি ইন্টারভিউ ও কম্পিউটার টেস্ট এর মাধ্যমে নির্বাচন করা হবে। প্রার্থী দের একটি মেরিট লিস্ট তৈরি হবে সেই লিস্টের ভিত্তি করেই চাকরি দেওয়া হবে। 


ইন্টারভিউ তারিখ: 
শুরু হবে 19/05/2022 তারিখ থেকে এবং চলবে 20/05/2022 তারিখ পর্যন্ত।
 
 
আবেদন কারীর বয়স: 
এখানে আবেদন করার জন্য আপনার বয়স অবশ্যই 18-35 বছরের মধ্যে হতে হবে। এছাড়া সংরক্ষিত প্রার্থীরা সরকারি নিয়মে ছাড় পাবেন।


 
বেতন: 
প্রতি মাসে আপনাকে 10,000/- টাকা মাইনে দেওয়া হবে।


তারিখ:
 আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। আবেদন চলবে 06/05/2022 তারিখ পর্যন্ত।
 

 

আবেদনপত্র পাঠানোর স্থান: MGNREGA Cell of Pedong Development Block, Kalingpong

 



 
গুরুত্বপূর্ণ কি ডকুমেন্ট জমা করবেন:

1.আবেদনের ফর্ম
2.মাধ্যমিকের এডমিট কার্ড
3. শিক্ষাগত যোগ্যতার প্রমান পত্র
4.পাসপোর্ট সাইজের ফটো
5.আধার কার্ড অথবা ভোটার কার্ড
6. কাস্ট সার্টিফিকেট (যদি থাকে)
7. কম্পিউটার সার্টিফিকেট

 





 
OFFICIAL NOTICE:-




OFFICIAL WEBSITE:-