পশ্চিমবঙ্গ রাজ্যে জেলায় জেলায় আশা কর্মী নিয়োগ, মাধ্যমিক পাশে আবেদন করুন || WB Aasha Karmi Recruitment 2022 || আশা কর্মী নিয়োগ
পশ্চিমবঙ্গ রাজ্যের মহিলাদের জন্য নতুন চাকরির সুখবর। রাজ্যে নতুন আশা কর্মী নিয়োগ হতে চলেছে। শুধুমাত্র এই পদে বিবাহিত, বিধবা বা বিবাহবিচ্ছিন্না মহিলা প্রার্থীরা আবেদন করার সুযোগ পাবেন। চাকরি সংক্রান্ত সম্পূর্ণ বিবরণ নীচে দেওয়া হল-
পদটির নাম- আশা কর্মী।
মোট শূন্যপদ- ৭১ টি।
শিক্ষাগত যোগ্যতা-
মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় পাশ করে থাকতে হবে।
বয়স-
আপনার বয়স অবশ্যই হতে হবে ৩০ থেকে ৪০ বছরের মধ্যে। সংরক্ষিত প্রার্থীরা সরকারি নিয়ম অনুসারে ছাড় পাবেন।
আবেদনের পদ্ধতি-
অফলাইনের মাধ্যমে আপনাকে আবেদন করতে হবে। আবেদনপত্র সঠিক ভাবে পূরণ করবেন নির্দিষ্ট বয়ানে। তারপর সেটি বিডিও অফিসে জমা করতে হবে। আবেদনপত্রের সঙ্গে সমস্ত প্রয়োজনীয় নথি জুড়ে একটি খামে ভরে জমা করবেন সঙ্গে ৫ টাকার ডাকটিকিট সেঁটে দেবেন।
নিয়োগের স্থান-
পুরুলিয়া জেলায়। এখানকার মোট ৫ টি ব্লকের অন্তর্গত পঞ্চায়েত গুলি তে নিয়োগ টি হবে।
কোন ব্লকে কতগুলো শূন্যপদ রয়েছে তা নীচে দেওয়া অফিসিয়াল ওয়েবসাইট ও অফিসিয়াল নোটিশ থেকে জানতে পারবেন।
নির্বাচন পদ্ধতি-
মাধ্যমিক পরীক্ষার নম্বর দেখে মেরিট লিস্ট তৈরি হবে, এর পর হবে ইন্টারভিউয়। সর্বমোট ১০০ নম্বর অর্থাৎ মাধ্যমিক নম্বরের উপর 90% এবং ইন্টারভিউ তে 10% থাকবে।
তারিখ- 18/5/2022 তারিখের মধ্যে আবেদন পত্র জমা করতে হবে।
আবেদন ফী-
সম্পূর্ণ বিনামূল্যে আবেদন করতে পারবেন।
প্রয়োজনীয় নথিপত্র:
১)শিক্ষাগত যোগ্যতার মার্কশিট ও সার্টিফিকেট।
২) স্থায়ী বাসিন্দা হিসেবে প্রমাণ পত্র।
৩) বয়সের প্রমাণপত্র।
৪) বিবাহিতদের মেরেজ সার্টিফিকেট এবং বিবাহ বিচ্ছেদের ডিভোর্স সার্টিফিকেট। বিধবাদের স্বামীর মৃত্যু শংসাপত্র।
Official Notice-
Official Website:
Comments