জেলা আদালতে স্থায়ী পদে গ্রুপ-C, D ও ক্লার্ক নিয়োগ || District court Group-C, D & Clark Recruitment 2022 || WB job News




পশ্চিমবঙ্গের চাকরি প্রার্থীদের জন্য আবার নতুন একটি সুখবর। বীরভূম জেলা আদালতে গ্রুপ-D, গ্রুপ-C, ক্লার্ক 
 নিয়োগ করা হবে। তবে পশ্চিমবঙ্গের সব জেলার ছেলে মেয়েরাই আবেদন করতে পারবেন। ইতিমধ্যেই আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। এই বিজ্ঞপ্তি টি প্রকাশিত হয়েছে কোলকাতা হাইকোর্টের অফিসিয়াল ওয়েবসাইটে। চাকরি সংক্রান্ত সম্পূর্ণ বিবরণ নীচে দেওয়া হল-



নোটিশে তারিখ:  27.04.2022 তারিখে নোটিশ টি প্রকাশিত হয়।




কোন কোন পদে নিয়োগ হবে:-

1) Group-c
2) Group-D
3) Clark
4) Group-B

সম্পূর্ণ বিবরণ নীচে দেওয়া হল-

(1) ইংলিশ স্টেনোগ্রাফার, গ্রেড-||| (Group-B)

বেতন- 32,100 – 82,900 টাকা প্রতি মাসে।

বয়স- 18 – 39 বছরের মধ্যে হওয়া বাঞ্ছনীয়।

শিক্ষাগত যোগ্যতা- মাধ্যমিক পাশ। শর্টহ্যান্ডে 80 WPM এবং কম্পিউটারে 30 WPM টাইপ করার দক্ষতা থাকতে হবে। 
 
মোট শুন্যপদ- 5 টি।




(2) বাংলা ট্রান্সলেটর (Group-B)

বেতন-  28,900 – 74,500 টাকা প্রতি মাসে।

বয়স- 18 – 39 বছরের মধ্যে হওয়া বাঞ্ছনীয়।

শিক্ষাগত যোগ্যতা- 
English to Bangali, Bengali to English এ ট্রান্সলেট করার দক্ষতা থাকতে হবে।

এছাড়া ইংরেজি অথবা বাংলায় অনার্সে গ্রাজুয়েট হতে হবে। থাকতে হবে বেসিক কম্পিউটার জ্ঞান।

মোট শুন্যপদ- 3 টি


(3) লোয়ার ডিভিশন ক্লার্ক (Group-c)

বেতন- 22,700 – 58,500 টাকা প্রতি মাসে।

বয়স- 18 – 40 বছরের মধ্যে হওয়া বাঞ্ছনীয়।

শিক্ষাগত যোগ্যতা- মাধ্যমিক পাশ। থাকতে হবে বেসিক কম্পিউটার জ্ঞান ও কম্পিউটার সার্টিফিকেট।

মোট শুন্যপদ- 28 টি


(4) প্রসেস সার্ভার (Group-c)

বেতন- 21,000 – 54,000 টাকা প্রতি মাসে।

বয়স- 18 – 40 বছরের মধ্যে হওয়া বাঞ্ছনীয়।

শিক্ষাগত যোগ্যতা- অষ্টম শ্রেনি পাশ। থাকতে হবে বেসিক কম্পিউটার জ্ঞান।

মোট শুন্যপদ- 8 টি


(5) পিয়ন/ নাইট গার্ড (Group-D)

বেতন- 17,000 – 43,600 টাকা। 

বয়স- 18 – 40 বছরের মধ্যে হওয়া বাঞ্ছনীয়।

শিক্ষাগত যোগ্যতা- শুধু মাত্র অষ্টম শ্রেনি পাশ।

মোট শুন্যপদ- 49 টি 


নিয়োগ প্রক্রিয়া: সর্বপ্রথম হবে লিখিত পরীক্ষা, তারপর কম্পিউটার টেস্ট সবশেষে পার্সোনালিটি টেস্ট। আরও বিস্তারিত জানতে নীচে দেওয়া অফিসিয়াল ওয়েবসাইট এ ক্লিক করুন।



আবেদনের পদ্ধতি: আপনি অনলাইনের মাধ্যমে আবেদন করার সুযোগ পাবেন। নীচে দেওয়া অফিসিয়াল ওয়েবসাইট এর মাধ্যমে আবেদন করতে পারবেন।


আবেদন ফি:

 




তারিখ:

আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে  28.04.2022 তারিখে, 
আবেদন প্রক্রিয়া শেষ হবে 12.05.2022 তারিখে।




Official Website-

Official notice Download-


Apply Now-


Comments

Popular posts from this blog

TATA Steel Job Recruitment 2024 || টাটা স্টিল কোম্পানিতে নতুন করে 6000 শূন্যপদে কর্মী নিয়োগ || TATA company job

মাধ্যমিক পাশেই ভালো মাইনের চাকরি,জলের ট্যাঙ্কি দেখাশোনার স্থায়ী কাজ || Jal Jeevan Mission Registration 2024

রাজ্যে নতুন অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগ || WB ICDS Supervisor Recruitment 2024 || সুপারভাইজার ও হেলপার নতুন নিয়োগ