পূর্ব বর্ধমান জেলায় পাওয়া গেল ময়ূরের ডিম, রয়েছে চুরি হওয়ার সম্ভাবনা || Peacock egg || WB news


 

পূর্ব বর্ধমান জেলায় আউশগ্রামের জঙ্গলে কিছু জায়গায় ময়ূরের ডিম দেখতে পাওয়া গিয়েছে। এই ডিম গুলোকে চুরির হাত থেকে বাঁচাতে রাজ্য সরকার পাহারার ব্যাবস্থা করেছেন। 



ময়ূরের ডিম বর্তমানে খুবই গুরুত্বপূর্ণ আমাদের কাছে। ময়ূরের বংশবৃদ্ধি করতে এই ডিম গুলি পাহারা দেওয়া আবশ্যক। এই ডিমগুলি কেউ যাতে চুরি বা নষ্ট করতে না পারে তাই এই পাহারার কাজে নিযুক্ত হয়েছেন পূর্ব বর্ধমানের বনকর্মীরা।



মার্চ-এপ্রিল মাসে স্ত্রী ময়ূর সাধারণ চার থেকে সাতটি ডিম পাড়ে। ডিমগুলি রঙ হালকা বাদামি। সাধারণত ডিম ফুটে বাচ্চা হওয়ার পর্যায়ক্রম ২৬ থেকে ৩০ দিন। বনদপ্তরের তরফ থেকে জানানো হয়েছে জঙ্গলের আশে পাশে থাকা আদিবাসীরা, গ্রামের অনেকেই শুকনো পাতা ও ডাল কুড়োতে নিয়মিত জঙ্গলে আসে। তাই যেখানে ডিমগুলো দেখা গেছে সেখানে পাতা ও ডাল কুড়ানোর কাজ আপাতত বন্ধ করা হয়েছে। ময়ূরের ডিম গুলিকে বাঁচিয়ে ময়ূরের বংশবৃদ্ধি করতেই এই পদক্ষেপ।

Comments

Popular posts from this blog

শারদীয়া সংখ্যা ১৪৩০ || সম্পাদকীয় ও সূচিপত্র || World Sahitya Adda Sarod sonkha 1430

শারদীয়া সংখ্যা ১৪৩১ || Sarod sonkha 1431 || সম্পাদকীয় ও সূচিপত্র