কৃষি দপ্তরে গ্রূপ-সি কর্মী নিয়োগ || Recruitment of Group-C staff in the Department of Agriculture


 


ভারত তথা পশ্চিমবঙ্গ রাজ্যের চাকরি প্রার্থীদের জন্য নতুন সুখবর। কৃষি দপ্তরে গ্রূপ-সি কর্মী নিয়োগ করা হবে। এটি ভারতীয় কৃষি অনুসন্ধান সংস্থার বিভিন্ন পোস্ট। সমস্ত ভারতীয় এখানে আবেদন করার সুযোগ পাবেন। চাকরি সংক্রান্ত সম্পূর্ণ বিবরণ নীচে দেওয়া হল-





পদের নাম- অ্যাসিস্ট্যান্ট (ICAR Head quarter)[কৃষি অনুসন্ধান বিভাগ]


মোট শূন্যপদ- ৭১ টি। 



শিক্ষকতা যোগ্যতা- যে কোনো স্বীকৃত ইউনিভার্সিটি থেকে গ্রাজুয়েশন পাশ করে থাকতে হবে তবেই আবেদন করার সুযোগ পাবেন।


বয়স- আবেদনকারী প্রতিটি প্রার্থীর বয়স ২০ থেকে ৩০ বছরের মধ্যে হওয়া আবশ্যক। তবে সংরক্ষিত প্রার্থীরা সরকারি নিয়মে ছাড় পাবেন।


বেতন- ৪৪,৯০০ টাকা প্রতি মাসে।




পদের নাম- অ্যাসিস্ট্যান্ট (ICAR Institutes)


মোট শূন্যপদ- ৩৯১ টি।


শিক্ষকতা যোগ্যতা- যে কোনো স্বীকৃত ইউনিভার্সিটি থেকে গ্রাজুয়েশন পাশ করে থাকতে হবে তবেই আবেদন করার সুযোগ পাবেন।


বয়স- আবেদনকারী প্রতিটি প্রার্থীর বয়স ২০ থেকে ৩০ বছরের মধ্যে হওয়া আবশ্যক। তবে সংরক্ষিত প্রার্থীরা সরকারি নিয়মে ছাড় পাবেন।


বেতন- ৩৫,৪০০ টাকা প্রতি মাসে।





আবেদন পদ্ধতি- আপনাকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। 



তারিখ- আবেদন করার সুযোগ পাবেন ১ লা জুন, ২০২২ পর্যন্ত।



Official Website- 

Click here


apply Now-

Click here





Comments

Popular posts from this blog

TATA Steel Job Recruitment 2024 || টাটা স্টিল কোম্পানিতে নতুন করে 6000 শূন্যপদে কর্মী নিয়োগ || TATA company job

মাধ্যমিক পাশেই ভালো মাইনের চাকরি,জলের ট্যাঙ্কি দেখাশোনার স্থায়ী কাজ || Jal Jeevan Mission Registration 2024

রাজ্যে নতুন অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগ || WB ICDS Supervisor Recruitment 2024 || সুপারভাইজার ও হেলপার নতুন নিয়োগ