টাটা কোম্পানিতে নিয়োগ হবে 1 লক্ষ পদে || Tata consultancy Recruitment 2022 || TCS Recruitment 2022

 





আবার নতুন কর্মী নিয়োগের কথা ঘোষণা করা হয়েছে। টানা দু'বছর করোনা পরিস্থিতির জন্য অনেক কোম্পানি বা সংস্থা থেকে কর্মী ছাঁটাই হয়েছে। এবার নতুন সুযোগ এসেছে টাটা কোম্পানির হাত ধরে। সমগ্র দেশে এই সংস্থার নিয়োগে সুযোগ রয়েছে। নিয়োগ টি হবে টাটা কনসালটেন্সি সার্ভিস (TCS) এর কর্মী হিসেবে। আমাদের রাজ্যের পুরুষ ও মহিলা সকলেই এখানে আবেদন করার সুযোগ পাবেন। সব থেকে বড় সুযোগ এখানে কাজ করতে হতে কোনো রকম কাজের পূর্ব অভিজ্ঞতার দরকার নেই। বেতন পাবেন অনেক। নীচে বিস্তারিত আলোচনা করা হল-


বিশ্বের একটি বৃহৎ সংস্থা হল টাটা। আমারা জানি ভারতেও এর থেকে বড় সংস্থা তেমন নেই। এই টাটা কোম্পানির একটি বৃহত্তম সংস্থা TCS অর্থাৎ কনসালটেন্সি সার্ভিস। এই সংস্থায় প্রায় অনেক সময় ধরে কর্মী নিয়োগ হয়। অধিকাংশ চাকরি অফিসিয়াল।   
সম্পূর্ণ ফ্রেশাররা আবেদন করতে পারবেন।

বয়স:  18 থেকে 45 বছরের মধ্যে আপনার বয়স হলেই আপনি এখানে আবেদন করার সুযোগ পাবেন।

আমাদের দেশে তথা আমাদের রাজ্যে এই সংস্থার অনেক কার্যালয় রয়েছে বিভিন্ন শহরে। এইসব সংস্থাগুলো পরিচালনা করার জন্য প্রচুর পরিমাণে কর্মী নিয়োগ করা হয় ভারতের প্রতিটি রাজ্য থেকে।

গত বছরের রিপোর্ট অনুযায়ী আমরা জেনেছি এই সংস্থায় 40000 নতুন কর্মী নিয়োগ হয়েছে ।  আবার নতুন এক লক্ষ কর্মী নিয়োগ করা হবে, যা সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট থেকে জানতে পারি। সব থেকে বড় ব্যাপার তারা এখানে চাকরি করার সুযোগ পাবেন তাদের লাইফ পুরো সরকারি চাকুরিজীবী দের মত হবে।এখানে সমস্ত ধরনের সুযোগ-সুবিধা থাকা খাওয়া ও অন্যান্য ভাতা পাবেন‌



মোট শূন্যপদ: এই বছর এক লাখ কর্মী নিয়োগ হতে চলেছে।

প্রথমার্ধে ৪৩০০০ ফ্রেশার নিয়োগ।

তারপর অক্টোবর-ডিসেম্বরের প্রান্তিকে ৩৪০০০ ফ্রেশার নিয়োগ।

তৃতীয় প্রান্তিকে ২০০০০ অ্যাপয়েন্টমেন্ট।

চতুর্থ প্রান্তিকে ৩০০০০ নিয়োগ।

এই ভাবে সব মিলিয়ে প্রায় এক লক্ষের বেশি কর্মী নিয়োগ হতে চলেছে। 


যোগ্যতা:- 
 সমস্ত চাকরি প্রার্থীকে অবশ্যই উচ্চমাধ্যমিক অথবা স্নাতক পাস করে থাকতে হবে। তবে এখানে আবেদন করার সুযোগ পাবেন।



আপনি যদি আরও বিস্তারিত জানতে চান এবং এখানে আবেদন করতে চান তাহলে নীচে দেওয়া TCS এর অফিশিয়াল ওয়েবসাইটে  ভিসিট করুন। 

Official website:-


Comments

Popular posts from this blog

শারদীয়া সংখ্যা ১৪৩০ || সম্পাদকীয় ও সূচিপত্র || World Sahitya Adda Sarod sonkha 1430

শারদীয়া সংখ্যা ১৪৩১ || Sarod sonkha 1431 || সম্পাদকীয় ও সূচিপত্র