রাজ্যে গ্রুপ-D এবং ক্লার্ক পদে কর্মী নিয়োগ || WB group D and Group C Recruitment 2022 || Bench Clerk, Lower Division Clerk and Group D Recruitment 2022
রাজ্যের প্রতিটি বেকার যুবক - যুবতীদের নতুন চাকরির সুযোগ এসেছে। আবারও আমাদের রাজ্যে নিয়োগ হতে চলেছে বেঞ্চ ক্লার্ক, লোয়ার ডিভিশন ক্লার্ক এবং গ্রুপ-ডি (Group-D) পদে। সম্প্রতি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই নিয়োগটি পশ্চিমবঙ্গের শিশু সুরক্ষা ইউনিট (Child Protection Unit)– এ করা হবে। অষ্টম শ্রেনি, মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পাশ করলে এখানে আপনি বিভিন্ন পদে আবেদন করার সুযোগ পাবেন। কোন কোন পদে, কোথায় কোথায় নিয়োগ টি হবে এবং কোন পদে কি কি যোগ্যতা দরকার, বয়সসীমা, মোট শূন্যপদ, আবেদন পদ্ধতি সমস্ত নীচে আলোচনা করা হল। নোটিশ নম্বরঃ 722/DCPU/DARJ/2022 নোটিশ তারিখঃ 19 সেপ্টেম্বর 2022 আবেদনের মাধ্যমঃ অফলাইনের মাধ্যমে আপনাকে আবেদন করতে হবে। নিয়োগের তথ্য - (1) পদের নামঃ বেঞ্চ ক্লার্ক (Bench Clerk) বেতনঃ প্রতিমাসে 13,500 টাকা । শিক্ষাগত যোগ্যতাঃ উচ্চ মাধ্যমিক পাশ করতে হবে মোট শূন্যপদঃ 01 (2) পদের নামঃ লোয়ার ডিভিশন ক্লার্ক (Lower Division Clerk) বেতনঃ প্রতিমাসে 13,500 টাকা। শিক্ষাগত যোগ্যতাঃ মাধ্যমিক পাশ করতে হবে। মোট শূন্যপদঃ 02 (3) পদের নামঃ অর্ডারলি (Orderly) বেতনঃ প্র...