জেলার দপ্তরে বেঞ্চ ক্লার্ক (গ্রূপ-ডি) পদে নিয়োগ, বেতনে ১৪,৭৭০ টাকা || WB Bench Clark Recruitment 2022 || WB job news

 





পশ্চিমবঙ্গ রাজ্যের চাকরি প্রার্থীদের জন্য নতুন সুখবর আছে। আবার বিভিন্ন জেলায় বেঞ্চ ক্লার্ক তথা গ্রূপ-ডি পোস্টে চুক্তি ভিত্তিক নিয়োগ হচ্ছে। ইতিমধ্যেই পূর্ব বর্ধমান জেলার আবেদন প্রক্রিয়া শেষ হয়েছে। এবার নিয়োগ হবে উত্তর দিনাজপুর জেলায়। চাকরি সংক্রান্ত সম্পূর্ণ বিবরণ নীচে দেওয়া হল-


পদটির নাম- বেঞ্চ ক্লার্ক। (গ্রুপ - ড)

শূন্যপদ- ১ টি। (UR)


বয়স- আবেদনকারীর বয়স ২১ থেকে ৪০ বছরের মধ্যে হওয়া আবশ্যক।


শিক্ষাগত যোগ্যতা- উচ্চমাধ্যমিক পাশ এবং কম্পিউটার সার্টিফিকেট।

বেতন-  ১৪,৭৭০ টাকা প্রতি মাসে।


আবেদন পদ্ধতি- অফলাইন এর মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদন পত্রটি পাবেন নিচে দেওয়া অফিশিয়াল ওয়েবসাইট তথা অফিসিয়াল নোটিশ থেকে। এটি ডাউনলোড করবেন নির্দিষ্ট বয়ানে। তারপর উত্তর দিনাজপুর জেলার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অফিসে সরাসরি জমা করবেন, পোস্টের মাধ্যমে।



গুরুত্বপূর্ণ নথি সমূহ:

১) বয়সের প্রমাণপত্র(Self Attested)
২) শিক্ষাগত যোগ্যতার মার্কশিট ও সার্টিফিকেট (Self Attested)
৩) ফটো


জমা দেওয়ার ঠিকানা-
 District Magistrate, Uttar Dinajpur, District Social Welfare Section, Office of the District Magistrate, Uttar Dinajpur, Raiganj at Karnajora,Pin- 733130


শেষ তারিখ- ০৬/০৫/২০২২ তারিখে বিকেল ৪ টে পর্যন্ত।



Official Notice:

Official Website: 

Comments

Popular posts from this blog

TATA Steel Job Recruitment 2024 || টাটা স্টিল কোম্পানিতে নতুন করে 6000 শূন্যপদে কর্মী নিয়োগ || TATA company job

মাধ্যমিক পাশেই ভালো মাইনের চাকরি,জলের ট্যাঙ্কি দেখাশোনার স্থায়ী কাজ || Jal Jeevan Mission Registration 2024

রাজ্যে নতুন অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগ || WB ICDS Supervisor Recruitment 2024 || সুপারভাইজার ও হেলপার নতুন নিয়োগ