Tuesday, April 26, 2022

বহির্বিশ্বে সাংকেতিক আমন্ত্রণে নাসার বিজ্ঞানীরা তৎপর, এলিয়েনের হামলার ভয় পাচ্ছেন || NASA alien News || এলিয়েনের খোঁজে নাসার বিজ্ঞানীরা


 




বহির্বিশ্ব এ অন্য সভ্যতার খোঁজ করে চলেছেন নাসার বিজ্ঞানীরা। অন্যান্য বিজ্ঞানীদের আশঙ্কা হচ্ছে, নাসার এই কৌতূহল প্রিয়তা পৃথিবীতে বিপদের ছাপ ফেলতে পারে।  


এলিয়েন তথা ভিনগ্রহীদের খোঁজে বাইরের জগতে সাংকেতিক ভাবে আমন্ত্রণবার্তা পাঠাতে চলেছে নাসা। এই সাংকেতিক বার্তা খুব শীঘ্রই পৌঁছে যাবে ছায়াপথের বিভিন্ন স্থানে। এলিয়েন গবেষকদের অনেকেই মনে করছেন নাসার এই পদক্ষেপ আমাদের পৃথিবীকে বিপদের মুখে টেনে আনতে পারে।


আমরা দেখেছি নাসা অনেক বারই দাবি এনেছে সৌরজগতের বাইরেও অন্য একটি জগৎ আছে, এই জগতে রয়েছে মানুষের মতোনই বুদ্ধিমান প্রাণী। এই সন্দেহটিকে বাস্তবায়িত করার জন্যই নাসার বিজ্ঞানীরা ঠিক করেছেন পৃথিবীর বাইরের জগতে সাংকেতিক আমন্ত্রণ বার্তা পাঠাবে।  

মহাকাশ বিজ্ঞানীদের তরফ থেকে তার জানতে পারি, ১৯৭৪ সালে মহাকাশে এই ধরনের সাংকেতিক বার্তা আগেও পাঠানো হয়েছিল। সাহায্য নেওয়া হয়েছিল রেডিয়ো টেলিস্কোপের। কিন্তু কোনো কিছুর আভাস পাওয়া যায়নি। তাই নাসার এই পদক্ষেপকে অন্যান্য এলিয়েন বিষয়ক গবেষকের একাংশ এটাকে পৃথিবীর কাছে ঝুঁকিপূর্ণ বলে মনে করেছেন।

No comments: