পশ্চিমবঙ্গে অষ্টম শ্রেণী পাশে আবার সিভিক ভলেন্টিয়ার নিয়োগ || Civic Volunteer Recruitment 2022 || Kolkata Police Civic Volunteer Recruitment 2022
আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যে চাকরি প্রার্থীদের জন্য নতুন সুখবর। আবার নিয়োগ হবে সিভিক ভলান্টিয়ার পদে। আপনি যদি শুধু অষ্টম শ্রেণী পাশ করে থাকেন তাহলেই আপনি আবেদন করার সুযোগ পাবেন। উচ্চতর শিক্ষিত ব্যাক্তিরাও এখানে ফিলাপ করতে পারেন এবং পুরুষ ও মহিলা সকলেই আবেদন করতে পারবেন। কলকাতা পুলিশের দপ্তরে নিয়োগ টি হবে। চাকরি সংক্রান্ত সম্পূর্ণ বিবরণ নীচে দেওয়া হল-
পদটির নাম- সিভিক ভলেন্টিয়ার।
মোট শূন্যপদ- ৩০ টি ।
শিক্ষাগত ও অন্যান্য যোগ্যতা- যদি আপনি অষ্টম শ্রেণী পাশ করে থাকেন তবেই আবেদন করার সুযোগ পাবেন। সবথেকে বড় ব্যাপার যিনি আবেদন করবেন তার কোনো ক্রিমিনাল রেকর্ড থাকলে হবে না। প্রার্থীকে অবশ্যই শারিরীক ভাবে ফিট থাকতে হবে এবং প্রার্থীকে অবশ্যই কলকাতার অধিবাসী হতে হবে।
বয়স- আবেদনকারীর বয়স ২০ থেকে ৬০ বছরের মধ্যে হওয়া বাঞ্ছনীয়।
কিভাবে আবেদন করবেন- আপনি একমাত্র অফলাইনের মাধ্যমে আবেদন করার সুযোগ পাবেন। নিচে দেওয়া অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে আপনি অফিসিয়াল নোটিশ টি ডাউনলোড করে নেবেন। এই অফিসিয়াল নোটিশ থেকে আপনি আবেদন পত্রটি পেয়ে যাবেন। সেটি ডাউনলোড করে ফিলাপ করে নেবেন নির্দিষ্ট বয়ানে। সম্পূর্ণ ফর্মটি পূরণ করে তার সাথে গুরুত্বপূর্ণ নথি সেঁটে দেবেন। তারপর খামে ভরে পাঠাবেন। খামের উপর অবশ্যই লিখে দেবেন ‘APPLICATION FOR THE POST OF CIVIC VOLUNTEER’.
আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানা-
The Deputy Commissioner of Police, Central Division, Kolkata Chairman, Selection Committee
এই দপ্তরে গিয়ে নির্দিষ্ট ড্রপ বক্সে সরাসরি জমা দিতে হবে।
ফর্মের সাথে যে সমস্ত গুরুত্বপূর্ণ নথি জমা দেবেন-
১) বয়সের প্রমাণপত্র (Self Attested)।
২) আইডেন্টি কার্ড যেমন ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড, রেশন কার্ড যেকোনো একটি (Self Attested)।
৩) শিক্ষাগত যোগ্যতার মার্কশিট ও সার্টিফিকেট।
৪) পাসপোর্ট সাইজ ফটো।
৫) আরও যদি অন্য কোনো ডিগ্রি থাকে, তার সার্টিফিকেট।
প্রার্থী নির্বাচন পদ্ধতি- এখানে ইন্টারভিউ দিয়ে
প্রার্থীরা নির্বাচিত হবেন।
আবেদনের শেষ তারিখ- ২৬ শে এপ্রিল, ২০২২ বিকেল ৫ টার মধ্যে।
Application form:
Official Website:
Comments