অষ্টম পাশে ভারতীয় ডাক বিভাগে গ্রুপ-ডি চাকরি, বেতন 19900/- || India Post Group D Recruitment 2022 || Indian post Recruitment
চাকরি প্রার্থীদের জন্য নতুন সুখবর আছে। ভারতীয় ডাক বিভাগে নতুন নিয়োগ। শুধুমাত্র অষ্টম শ্রেণি পাশ করলেই আপনি এখানে চাকরি করার সুযোগ পাবেন। এখানে মাসিক বেতন পাবেন অনেক - ১৯৯০০ টাকা। চাকরি সংক্রান্ত সম্পূর্ণ বিবরণ নীচে দেওয়া হল-
শিক্ষাগত যোগ্যতা:
যে কোনো স্বীকৃত স্কুল বোর্ড থেকে ন্যুনতম অষ্টম শ্রেণি পাশ করলেই আপনি আবেদন করতে পারবেন। উচ্চ শিক্ষিত রাও এখানে আবেদন করার সুযোগ পাবেন।
বয়সসীমা:-
আপনার বয়স অবশ্যই 18 বছর থেকে 30 বছর বয়সের মধ্যে হতে হবে। সংরক্ষিত প্রার্থীরা সরকারি নিয়মে ছাড় পাবেন।
আবেদন পদ্ধতি:-
আপনি সরাসরি আবেদন করতে পারবেন। আবেদনপত্রটি সম্পূর্ণ ফিলাপ করে সঙ্গে প্রয়োজনীয় ডকুমেন্ট জুড়ে দিতে হবে। তারপর পোস্টে পাঠালেই হবে।
প্রয়োজনীয় ডকুমেন্ট:-
1. মাধ্যমিকের অ্যাডমিট বা বার্থ সার্টিফিকেট
2.কাস্ট সার্টিফিকেট যদি থাকে।
3. এক্সপেরিয়েন্স সার্টিফিকেট যদি থাকে
4. ভোটার কিংবা আঁধার কিংবা রেশন কার্ড
5. পদ অনুযায়ী যেসমস্ত ডকুমেন্ট তথা সার্টিফিকেট লাগবে তা অফিসিয়াল নোটিশ এ দেওয়া আছে।
নিয়োগ প্রক্রিয়া:-
এখানে নিয়োগ হবে সরাসরি। প্রথমে শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে যাচাই করে। অর্থাৎ আবেদন পত্র জমা নেওয়া শেষ হয়ে যাওয়ার পর প্রথমে শর্ট লিস্টিং করা হবে। এর পর ইন্টারভিউ। এরপর কর্ম অভিজ্ঞতা যাচাই করা হবে। সবশেষে মেরিট লিস্ট।
বেতনক্রম:
জয়েন হওয়ার সাথে সাথেই 19,900 টাকা প্রতি মাসে বেতন দেওয়া হবে। সপ্তম পে কমিশন অনুযায়ী।
পদের নাম:-
যে সমস্ত নিয়োগ হবে সেগুলি হলো, মেকানিক, টায়ার ম্যান, ইলেকট্রিশিয়ান, ব্ল্যাক স্মিথ ইত্যাদি পদ।
আবেদনের সময়সীমা:
আগামী 09/05/2022 তারিখের মধ্যে আপনাকে আবেদন করতে হবে।
OFFICIAL NOTIFICATION:-
OFFICIAL WEBSITE:-
Comments