বন্ধ হতে পারে ফেসবুক, মার্ক জুকারবার্গ এর উপর নিষেধাজ্ঞা জারি হয়ে গেল || Russia and Ukraine War News update


 

রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা সহ বিভিন্ন পশ্চিমের দেশ রাশিয়াকে বিশ্বের চোখে দোষী সাব্যস্ত করে দফায় দফায় রাশিয়ার বিরুদ্ধে  নিষেধাজ্ঞা জারি করে চলেছে। এই  নিষেধাজ্ঞার পাল্টা জবাব দিয়েছে রাশিয়া। রাশিয়া যে নিরবে এই নিষেধাজ্ঞা মেনে নেইনি তারই প্রমাণ পাওয়া গেল যখন নতুন পদক্ষেপ হিসেবেই কমলা হ্যারিস, মার্ক জুকেরবার্গ-সহ অন্যদের উপর ভ্রমণের নিষেধাজ্ঞা চাপাল। রাশিয়া সরকারের এই নিষেধাজ্ঞার তালিকায় যুক্তরাষ্ট্র ও কানাডা সহ বিভিন্ন পশ্চিমি দেশের বেশ কিছু খ্যাতিমান ব্যক্তির নাম রয়েছে।

 
 

কিছু দিন আগেই আমরা জানতে পেরেছিলাম রাশিয়া সরকার মার্ক জুকেরবার্গের ফেসবুক ও ইনস্টাগ্রাম  
 'উগ্রপন্থী প্রতিষ্ঠান' এর তকমা দিয়ে রাশিয়াতে এইগুলো নিষিদ্ধ ঘোষণা করেছিল।



      রাশিয়ার মন্ত্রণালয় থেকে  সাম্প্রতিক জানা গেছে এই নতুন ভ্রমণ-নিষেধাজ্ঞাতে  থাকা ব্যক্তিদের লিস্টে রয়েছেন ২৯ জন আমেরিকান, ৬১ জন কানাডিয়ান। রাশিয়া ভ্রমণে এই সমস্ত ব্যাক্তিদের উপর  অনির্দিষ্টকালের জন্য  নিষেধাজ্ঞা জারি থাকবে।

Comments

Popular posts from this blog

TATA Steel Job Recruitment 2024 || টাটা স্টিল কোম্পানিতে নতুন করে 6000 শূন্যপদে কর্মী নিয়োগ || TATA company job

মাধ্যমিক পাশেই ভালো মাইনের চাকরি,জলের ট্যাঙ্কি দেখাশোনার স্থায়ী কাজ || Jal Jeevan Mission Registration 2024

রাজ্যে নতুন অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগ || WB ICDS Supervisor Recruitment 2024 || সুপারভাইজার ও হেলপার নতুন নিয়োগ