এক শানকি মুড়ি - চিরঞ্জিত ভাণ্ডারী || Eek Sanki muri - Chiranjit Bhandari || আঞ্চলিক কবিতা || Ancholic kobita || kobita || Poetry || কবিতা || বাংলা কবিতা || poem || Bengali poetry || Bengali poem

 এক শানকি মুড়ি

      চিরঞ্জিত ভাণ্ডারী 



ছুঁয়া মাছের পারা কেমন লুকায় গেলেক ডাঙগুলিটার খেলা

এই তো কদিন আগেরলে সজনা তলায় বসতেক পুতুলের মেলা।

মায়ের ছেঁড়া শাড়ি ছিঁড়ে পুতুলকে সাজাতম কনার সাজ্যে

পুতুল বিয়া হবেক বলে তালপাতার বাঁশিট উঠথেক দমে বাজ্যে।

কিতকিতটা খেলতম বেদম শীত রোদে উঠান মাঝে

উঠান জুড়্যে দোঁপাটি গাঁদা উঠথেক দমে লাচ্যে।

এক শানকি মুড়ি ধুস্যে ডাঙ গুলিটা খেলতম 

চিড়িক বাদ্যে 

টাপুর টুপুর বৃষ্টি মাথায় খেলতম গাঁদি কুইদ্যে। 

ছাতপাতটাও ছাড়িনাই ঠিক বসতম বিকাল হল্যে 

হারায় দিতম চুটকি মারে বাঘবন্দিটা হাতের গড়ায় পাল্যে।

বর্ষা কালে হুদক্যে উঠে গাবায় দিতম কুলি

কাগজের নৌকা জলের ঠেলায় চলত দুলি দুলি।

কুলির জলে পড়ল্যে চোখে দু একটা ডাড়কনা পুঁটি 

ঝাপায় পড়ে ততক্ষণাৎ দু ফাঁক করতম কাদামাটি।

হাঁড়ি কুনকুন লুকাচুরি বুড়ি ছুঁই খেলা হরেক রকম 

উঠান জুড়্যে পায়রা গুলান করত্য বকম বকম।

মায়ের চোখে কাপড় বাঁধ্যে বলম ছুঁ ত দেখি আস্যে 

মায়ের কাণ্ড দেখে বাবা লুটায় পড়ত্য হাস্যে।

এমন সুন্দুর ছবি গুলান দেখত্যে পাথিস যদি তোরা 

মন জুড়াত পাণ জুড়াত হৃদয় হতো হরাভরা।

এক হাঁড়িতে বহুজনা থাকত্য সুখ দুঃখের মাঝে

চায়ের কাপে সুনালি সকাল পান খিলিটা সাজ্যে।

Comments

Popular posts from this blog

শারদীয়া সংখ্যা ১৪৩০ || সম্পাদকীয় ও সূচিপত্র || World Sahitya Adda Sarod sonkha 1430

শারদীয়া সংখ্যা ১৪৩১ || Sarod sonkha 1431 || সম্পাদকীয় ও সূচিপত্র