স্বাধীনতা
আবদুস সালাম
মৃত্যুরা নগ্ন হলে
ওরা আমাদের সবক শেখায় বেহায়া পল্লীতে
মানবিক রক্ত মাটিতে লাগলে
বাতাস বয়ে নিয়ে যায় তার গন্ধ
বিবেক মরে যায়---
দৃশ্যান্তরের ধারাবাহিকতা মেনে নেয় সব অভুক্ত মানুষ
ফি -বছর তিরঙ্গা পতাকা ওড়ে
অদ্ভুত মানুষেরা একটা প্যাকেটের আশায় বৃদ্ধি করে মিছিলের কলেবর
মঞ্চে মঞ্চে ছোটে ভাষণের ফুলঝুরী
মানবীয় আবেগ মেখে মৃত মানুষেরাও গান ধরে
সভ্য শহর সজ্জ্যা পাতে মরমীয়া-পরকীয়া
চুম্বনে চুম্বনে হেসে ওঠে ঝর্না
রাতের অন্ধকারে বদলে যায় ইতিহাস
বিশ্রামাগারে কোটি কোটি টাকা হাতবদল হলে তন্বী মেয়েরা স্বাধীনতার পোশাক খোলে
বস্তির দরজায় দরজায় চলে হুংকারের প্রদর্শনী
বদল হয় রাজনৈতিক মঞ্চ
মানবিকতার মাঠে কেঁদে মরে স্বাধীনতারা
এমনি করেই বছরের পর বছর স্বাধীনতা আসে পাড়ায় মহল্লায়
No comments:
Post a Comment