ক্ষিধে - পিনাকী || Khidhe - Pinaki || Anugolpo || অনুগল্প || Golpo || ছোট গল্প || short story || Bengali story

      ক্ষিধে 

       পিনাকী



চওড়া রোদ মাথায় নিয়ে , প্রায় কুড়ি জন লোক, মোটা লাঠি, চোঙ নিয়ে দাঁড়িয়ে আছে। 

সলমানের বাড়ির উঠান ; দেহটা তাজা -তাজা লাশ হয়েছে। 


ওদের কাছে আগেই খবর ছিল, নিষিদ্ধ প্রাণীর মাংস ফ্রিজে লুকানো।

 আজকে রামকর্ন ঠাকুর ; প্রধান চ্যালা বিল্লু, আরো অনেকেই দল বেঁধে এসেছে।

 গণ বিক্ষোভে, গো রক্ষক বাহিনী চড়াও হয়েছিল ; সলমনের দুর্বল , বছর ষাটের দেহ, দুমড়ে মুচড়ে শুইয়ে দিলো, বুকে লাথি, মুখে ঘুঁষি এলোপাথাড়ি ; বছর দশের ছেলেটিও ছাড় পায়নি, মহিলারা বাড়ির ভিতর থেকে কাঁদছিল, বছর সাতের বাচ্চা মেয়ে দিলরুবা বলল - আব্বা!!


রামকর্ন গোঁফে তা দিতে দিতে বলল - অপবিত্র কাজ করছিস! আগেই সাবধান করেছিলাম।


সবটুকু প্রাণ তখনও ফুরিয়ে যায়নি, সলমন হেঁচকি দিয়ে বলল - পানি, ব্যেটা পানি দিও। 


আফসার, বাইশ বছরের ছেলে, ছুটে গিয়ে পানি ঢেলে দিয়েছে, ঠোঁট বেয়ে জল গড়ায় ; দুহাত তুলে সলমন বলল - ম্যায় বেঈমান নেহি হু । উটা গোশত নয়।


ততক্ষণে বিল্লু , সলমনের বাড়ির মধ্যে ঢুকে , ফ্রিজ থেকে কাঁচা মাংস বের করে ফেলেছে , গন্ধ শুকছে, বলল - রেওয়াজি!




উত্তরপ্রদেশের আদালত, বিচারকের হাতে মাংসের নমুনার রিপোর্ট এসেছে - " Uttar Pradesh veterinary department said that the meat was mutton." ; খাসির মাংস ।


রামমকর্নের উকিল বলল - আমার মক্কেল, গণবিক্ষোভ থামাতে গিয়েছিল।


বিচারপতি মহাশয় , কালো মোটা ফ্রেমের চশমা পড়ে, তাকিয়ে আছেন। বললেন - গণবিক্ষোভ কিসের? 

- হুজুর, নিষিদ্ধ মাংস থাকবার কথা কেউ গ্রামবাসীদের বলেছিল, ভুলবশত হয়েছে। 

- লেকিন , ভুল খবর ছিল। রিপোর্ট আমার সামনে রয়েছে।

- ধর্মাবতার এইজন্য আমার মক্কেল দায়ী নয়। 

- জননেতা রামকর্ন, বিক্ষোভ সামাল দিতে পারেনি কেন?


রামকর্নের উকিল হেসে বলল - গাই ছিল না মানছি, কিন্তু খাসি তো ছিল? 

বিচারক ,উকিলের দিকে তাকিয়ে বললেন - এই বিক্ষোভের কারণ তাহলে কী? 


বিল্লু ওদের দিকে তাকিয়ে চকচক চোখে বলল - রেওয়াজি খাসিই ছিল, পেটভরে বহুদিন পর খাসি - চাউল খেয়েছি! ক্ষিধে, পেটে ক্ষিধে ছিল।



 সলমনের ফ্রিজের মাংসটা খাওয়ার পর, বিল্লুর পেটে আর ক্ষিধে নেই! 

Comments

Popular posts from this blog

TATA Steel Job Recruitment 2024 || টাটা স্টিল কোম্পানিতে নতুন করে 6000 শূন্যপদে কর্মী নিয়োগ || TATA company job

শারদীয়া সংখ্যা ১৪৩০ || সম্পাদকীয় ও সূচিপত্র || World Sahitya Adda Sarod sonkha 1430

মাধ্যমিক পাশেই ভালো মাইনের চাকরি,জলের ট্যাঙ্কি দেখাশোনার স্থায়ী কাজ || Jal Jeevan Mission Registration 2024