অবুঝ পায়রা
নাসরিন মণ্ডল
গভীর রাতে অদৃষ্টের স্বরযন্ত্র,
রুগ্ন সমাজের কাটগড়ায় অনুভূতির স্তূপ,
নিষ্পাপ চোখ অশ্রুর জোয়ারে সিক্ত,
ধুমকেতুর ছদ্মবেশে জমা মেঘের আড়ালে গর্জন জীবন্ত।
রহস্যের খোঁজে মগ্ন তরণী,
নিয়মে ঘেরা নির্মাণ মজবুত বাঁধ ,
অক্লান্ত পরিশ্রমীর দুষ্প্রাপ্যতার গান,
কঠোর অভঙ্গুর নিঃশ্বাসে বিষাক্ত সমুদ্দরের জমা ক্ষোভ।
বিশ্বাসের মঞ্চে ভাটার কাল,
অবহেলার সৌখিনতা ভেঙে চৌচির ,
বাসনার লীলাউদ্দানে টুকরো হওয়া কাঁচ,
স্বজনের স্বরযন্ত্রের শ্মশানে ধ্বংসের শিখায় ক্ষত বিক্ষত বাসনার দল।
বাঁধা নিষেধের নিরন্তর খেলা,
বসন্তবিলীন ম্লান দুষ্প্রাপ্য সুবাস,
লালসায় প্রাচুর্যে সৃষ্টির নির্মম উপহাস,
অমাবস্যার ঘুটঘুটে অন্ধকারে জোনাকির ছাপ ,
স্বস্তির দেশে মৃত্যুর গর্ভে প্রাণ পাখি নিয়ে চির বিদায়।
No comments:
Post a Comment