গ্রামীণ ডাক সেবক (GDS) নিয়োগ 2022 || WB GDS recruitment 2022 || Post office peon recruitment 2022 || https://indiapostgdsonline.in/







পশ্চিমবঙ্গ রাজ্যের চাকরি প্রার্থীদের জন্য নতুন সুখবর আছে। আবার নিয়োগ হতে চলেছে গ্রামীণ ডাক সেবক তথা GDS পদে। বিজ্ঞপ্তি টি Indian post এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে প্রকাশিত হয়েছে।
সমগ্র দেশ জুড়ে এই নিয়োগ চলবে। এর মধ্যে আপনাকে পশ্চিমবঙ্গের সার্কেল সিলেক্ট করতে হবে।
চাকরি সংক্রান্ত সম্পূর্ণ বিবরণ নীচে দেওয়া হল-




মোট শূন্যপদ - 38,926 টি
 
 
কোন কোন পদে নিয়োগ করা হবে - 

(1) ব্র্যাঞ্চ পোষ্ট মাস্টার (BPM)

(2) অ্যাসিস্ট্যান্ট ব্র্যাঞ্চ পোষ্ট মাস্টার/ ডাক সেবক (ABPM) 


বেতন- 
(1) BPM -  12,000 টাকা/মাস

(2) ABPM - 10,000 টাকা/মাস


বয়সসীমা- ১৮ থেকে ৪০ বছরের মধ্যে হবে। সংরক্ষিত প্রার্থীরা সরকারি নিয়মে ছাড় পাবেন।


শিক্ষাগত যোগ্যতা - 

শুধু মাত্র মাধ্যমিক পাশ করে থাকলেই আপনি এখানে আবেদন করার সুযোগ পাবেন।
 


বিশেষ যোগ্যতা -
আবেদনকারীকে অবশ্যই সাইকেল চালাতে জানতে হবে। এর সাথে চাকরিপ্রার্থীদের  স্থানীয় ভাষায় কথা বলতে, বুঝতে এবং লিখতে জানতে হবে।



নিয়োগ প্রক্রিয়া-

শুধু মাত্র মাধ্যমিকে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে মেরিট লিস্ট তৈরি হবে। কোনোরকম লিখিত পরীক্ষা ও ইন্টারভিউ দিতে হবে না।


আবেদন প্রক্রিয়া -
 অফিসিয়াল ওয়েবসাইট এ গিয়ে অনলাইনে আবেদন করার সুযোগ পাবেন। 


আবেদন ফি -

সাধারণ প্রার্থীদের জন্য 100 টাকা। সংরক্ষিত প্রার্থী এবং মহিলাদের কোনো আবেদন ফি লাগবে না।



গুরুত্বপূর্ণ তারিখ-

আবেদন শুরু - 02.05.2022
আবেদন শেষ- 05.06.2022



Official Website-



Notice Download-



 Apply Now-



Comments

Popular posts from this blog

TATA Steel Job Recruitment 2024 || টাটা স্টিল কোম্পানিতে নতুন করে 6000 শূন্যপদে কর্মী নিয়োগ || TATA company job

মাধ্যমিক পাশেই ভালো মাইনের চাকরি,জলের ট্যাঙ্কি দেখাশোনার স্থায়ী কাজ || Jal Jeevan Mission Registration 2024

রাজ্যে নতুন অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগ || WB ICDS Supervisor Recruitment 2024 || সুপারভাইজার ও হেলপার নতুন নিয়োগ