ফ্লিপকার্ট (Flipkart) এ কর্মী নিয়োগ || বেতন ১৫ হাজার টাকা প্রতি মাসে || Flipkart Recruitment 2022 || Flipkart Supply Chain Operations Free Training and Internship 2022
আমাদের দেশের সবচেয়ে বড় ও ভরসা যোগ্য ই-কমার্স প্ল্যাটফর্ম ফ্লিপকার্ট (Flipkart) নিয়ে এসেছে একটি ফ্রি ট্রেনিং এবং পেইড ইন্টার্নশিপ প্রোগ্রাম। এটি পরিচালনা করবে ফ্লিপকার্ট, যা একটি সাপ্লাই চেইন অপারেশন একাডেমি প্রোগ্রাম। এর মাধ্যমে ই-কমার্স শিল্পের সম্পূর্ণ ডিটেলস তথা ওভারভিউ পাবেন। এর সাথেই দেওয়া হবে সাপ্লাই চেইন ম্যানেজমেন্টের জন্য ট্রেনিং। এই প্রোগ্রামের দ্বারা প্রতিদিন পাবেন 500 টাকা করে।
এই ফ্রি ট্রেনিং এবং পেইড ইন্টার্নশিপ প্রোগ্রামের জন্য সব থেকে সুবিধা হল এখানে ল্যাপটপ বা কম্পিউটার এর প্রয়োজন হয় না, সরাসরি মোবাইল ফোন এর মাধ্যমেই এই ফ্রী ট্রেনিংটি নিতে পারবেন। প্রোগ্রামে আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা কি লাগবে, আবেদন কিভাবে করবেন ইত্যাদি নীচে সম্পূর্ণ বিবরণ তুলে ধরা হয়েছে, দেখুন -
পদের নাম -
Flipkart Supply Chain Operations Free Training and Internship 2022
বর্তমান এ এই ট্রেনিং কেন দরকার -
আমরা প্রত্যেক মানুষই জানি Flipkart একটি ভারতীয় ই কমার্স কোম্পানি এবং সিঙ্গাপুরের একটি pvt লিমিটেড কোম্পানি। বাড়ির প্রয়োজনীয় জিনিসপত্র, ইলেকট্রনিক, ফ্যাশন, মুদি এবং লাইফস্টাইল বিভিন্ন আইটেম এছাড়া অন্যান্য পণ্য বিভাগগুলি এখানে অন্তর্ভুক্ত হওয়ার আগে Flipkart সংস্থাটি সর্বপ্রথম অনলাইনে বই বিক্রির মাধ্যম ছিল। আজ সেই flipkart কোম্পানির নেট ওয়ার্থ $ 37 বিলিয়ন।
বর্তমানে ফ্লিপকার্ট কোম্পানি সেই সমস্ত ছাত্র-ছাত্রী যারা ই-কমার্স শিল্পে নিজেকে প্রতিষ্ঠিত করতে চান তাদের জন্য নিয়ে এলো Flipkart সাপ্লাই চেন অপারেশন একাডেমি ট্রেনিং প্রোগ্রাম।
এটি সম্পূর্ণ ফ্রি ট্রেনিং। এই প্রোগ্রামের মাধ্যমে ছাত্র-ছাত্রীদের ই-কমার্স শিল্পের পুঙ্খানুপুঙ্খ বোঝানোর পাশাপাশি সাপ্লাই চেইন অপারেশন ম্যানেজমেন্টের একটি ব্যাপক ওভারভিউ প্রদান করা হবে। এছাড়াও ইন্টার্নশিপ সময়কালে ইনডাইরেক্টিভ ভিডিও, সিমুলেশন, ডিজিটাল হ্যান্ডসআউটস, প্রশ্নোত্তর পর্ব এবং অত্যাধুনিক সুবিধা যুক্ত হ্যান্ডস-অন অভিজ্ঞতার মাধ্যমে ছাত্র-ছাত্রীদের সুদক্ষ প্রশিক্ষণ দেওয়া হবে।
এই ট্রেনিং এর সময়সীমা হবে সর্বমোট 61 দিন, যার মধ্যে প্রথম 16 দিন ডিজিটাল লার্নিং ট্রেনিং দেওয়া হবে এবং 45 দিন ইন্টার্নশিপ চলবে। এই ট্রেনিং টি সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে দেওয়া হবে।
শিক্ষাগত যোগ্যতা -
কমপক্ষে উচ্চমাধ্যমিক পাশ করে থাকতে হবে। এছাড়াও ITI, গ্রাজুয়েশন, ডিপ্লোমা সহ অন্যান্য উঁচু শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন প্রার্থীরাও আবেদন করতে পারবেন।
বয়সসীমা -
18 থেকে 57 বছর বয়স্ক সকলেই এখানে আবেদন করতে পারবেন।
প্রয়োজনীয় তথ্য -
ট্রেনিং চলাকালীন পোর্টাল নির্দিষ্ট অবস্থানে উপস্থিত হওয়ার জন্য উপলব্ধ হতে হবে।
Flipkart সাপ্লাই চেন ট্রেনিং প্রোগ্রামের শর্ত
প্রার্থীর অবশ্যই একটি 2 GB RAM এবং 64 internal Storage যুক্ত মোবাইল ফোন থাকতে হবে।
ফোনের ব্যাটারি ক্ষমতা 5000 mAh হতে হবে।
এছাড়াও ভালো ইন্টারনেট স্পিড এবং প্রতিদিন ১ জিবি ডাটা উপলব্ধ থাকতে হবে।
Flipkart সাপ্লাই চেন ট্রেনিং প্রোগ্রামের সুবিধাঃ
(1) এই প্রোগ্রামটি শিক্ষার্থীর ক্যারিয়ার এবং ব্যক্তিত্বকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য দক্ষতা বিকাশে শিক্ষার্থীকে পুঙ্খানুপুঙ্খভাবে সহায়তা করবে।
(2) 45 দিনের ইন্টার্নশীপের পর সকলকে একটি উপবৃত্তি প্রদান করা হবে। প্রতিদিন ৫০০ টাকা।
(3) পুরো 61 দিনের প্রোগ্রাম শেষ হয়ে গেলে, ট্রেনিং শেষে একটি শংসাপত্র বা সার্টিফিকেট দেওয়া হবে। যা বিভিন্ন ই-কমার্স কোম্পানি বা ব্যবসায় কাজে লাগবে।
ট্রেনিং তথা ইন্টার্নশিপের বিবরণ -
16 দিনের ডিজিটাল লার্নিং শেষ হবার পর অংশগ্রহণকারীদের 45 দিনের একটি ইন্টার্নশিপের জন্য নিবন্ধিত করা হবে। তারা SMS, ইমেল বা ফোন কলের মাধ্যমে তাদের যোগদানের বিবরণ, যেমন অবস্থান, যোগদানের তারিখ, রিপোর্টিং সময় এবং রিপোর্টিং ম্যানেজার সম্পর্কে অতিরিক্ত তথ্য পেয়ে যাবে।
ইন্টার্নশিপে চলাকালীন, অংশগ্রহণকারীদের অবশ্যই নিম্নলিখিত নথিগুলি থাকতে হবে -
১)বৈধ ব্যাঙ্ক অ্যাকাউন্ট তথ্য (Bank Account)
২)আধার কার্ড (Aadhaar Card)
৩)ঠিকানা এবং পরিচয় প্রমাণ
৪)প্যান কার্ড (Pan Card)
নির্বাচন পদ্ধতি -
একটি ফ্রি অ্যাসেসমেন্ট নেওয়া হবে। এই অ্যাসেসমেন্টে বেসিক ইংলিশ, ম্যাথমেটিক্স এবং লজিক্যাল টাইপের প্রশ্ন থাকবে। অফিসিয়াল ওয়েবসাইটে সিলেবাস অপশন থেকে সিলেবাসটি দেখে নিতে পারেন।
এই ফ্রী অ্যাসেসমেন্টে কমপক্ষে 80% নম্বর নিয়ে উত্তীর্ণ হলে ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে।
অ্যাপটিটিউড লার্নিং এবিলিটি এবং আপনি কেন এই ট্রেনিংটি করতে চান সেই বিষয়ের ওপর একটি সংক্ষিপ্ত ইন্টারভিউ নেওয়া হবে এবং সেখানে উত্তীর্ণ হলে আপনাকে ট্রেনিং এর জন্য কল করা হবে।
আবেদন পদ্ধতি - শুধু মাত্র অনলাইন এ।
নীচে দেওয়া অফিসিয়াল ওয়েবসাইট থেকে আবেদন করতে পারবেন।
Official Website-
Notice -
Apply Now-Now-
Comments