ছোট গল্প - ঈশ্বর কেন সৃষ্টি করলো মানুষ || লেখক - অষ্ট দেয়াশী || Short story - Iswar Keno sristi korlo manush || Written by Asto deayshi
ঈশ্বর কেন সৃষ্টি করলো মানুষ
অষ্ট দেয়াশী
ঈশ্বর যখন পৃথিবী সৃষ্টি করলো তখন পৃথিবী শুধু জল আর জল। ঈশ্বর ভাবতে লাগলো ঈশ্বর সৃষ্টি করলাম পৃথিবী কিন্তু শুধু জল হলে চলবো না স্থল ভাগ করতে হবে। তাই তিনি পৃথিবীর তিন ভাগ জল আর একভাগ স্থল সৃষ্টি করলো।
ঈশ্বর ভাবতে লাগলো স্থল ভাগটি কেমন যেন মরুভূমি। কি করা যায় ভাবছেন ঈশ্বর তাই তিনি উদ্ভিদ দের সৃষ্টি করলেন। উদ্ভিদ তো সৃষ্টি করলেন ঈশ্বর কিন্তু এই উদ্ভিদ কিভাবে বাঁচবে ঈশ্বর কে ভাবিয়ে তুললো তাই তিনি একদিন পশুদের সৃষ্টি করলেন পৃথিবীর বুকে। পশুরা সারা জঙ্গলে ঘুরে বেড়াতে লাগলো। একদিন ঈশ্বর পৃথিবীর বুকে এলেন তিনি ভাবলেন পশুদের বনে বানায় কিন্তু বাকি জায়গা যেন কেমন বেমানান। ঈশ্বর ভাবতে লাগলো কি করা যায়। তাই তার ভাবনা দিয়ে তিনি মানুষ সৃষ্টি করে ফেললেন। কিন্তু তারা বন মানুষ ঘুরে বেড়ায় শিকার করে। এই বন মানুষ দের নিয়ে ও চিন্তায় পড়ে গেলেন তিনি কি ভাবে তার গড়া পৃথিবী সুন্দর হবে। তাই ধীরে ধীরে বন মানুষ গুলো কে মানুষের পরিনত করলেন। তবুও ঈশ্বরের চিন্তার আর শেষ নেই। কিভাবে তার গড়া পৃথিবী সুন্দর হবে দিনরাত তাকে ভাবিয়ে তোলে। তাই তিনি মানুষ কে ঘর বাঁধার বুদ্ধি দিলেন। মানুষ বুদ্ধি করে ঘর বাঁধা শুরু করে দিলেন। ঈশ্বর ভাবতে লাগলো ঘর তো ওদের বাঁধা হলো কিন্তু খাবে কি ওরা তাই তিনি পৃথিবীর বুকে শস্য উৎপাদন করার বুদ্ধি দিলেন। মানুষ চাষ করার বুদ্ধি দিলেন। ঈশ্বর ভাবতে লাগলো কিন্তু ওরা শস্য রাখবে কোথায় জায়গা দরকার তাই তিনি পৃথিবীর বুকে নানা রকম জিনিস করার কারিগরী শিক্ষা দিলেন। একের পর এক বুদ্ধি ঈশ্বর দিলেন মানুষ কে। মানুষ বুদ্ধিমান হয়েই ভাবতে লাগলো আমি যা করেছি তা অন্য কে দেবো কেন❓ এই কথা যেদিন থেকে মানুষের মধ্যে এই ভাবনা উদয় হলো সেদিন থেকে মানুষের মধ্যে ভাগ হয়ে গেলো। প্রথমে ছিলো একটি জাতি পরে তারা নানা জাতিতে পরিনত হলো। তার পর থেকে শুরু হয়ে গেলো লড়াই। ঈশ্বর ভাবতে লাগলো তার গড়া পৃথিবী একি অবস্থা । ঈশ্বরকে দিনের পর দিন ভাবিয়ে তুললো কি করবেন তিনি প্রতি দিন ঘটে যাচ্ছে পৃথিবীর বুকে নানা ঘটনা। কিভাবে এর প্রতিকার করা যায়। আমি তো সৃষ্টি করলাম মানুষ কিন্তু মানুষ এ কি করছে নিজেদের মধ্যে। ঈশ্বর নিজে না এসে বিভিন্ন ধর্মসম্প্রদায়ের মধ্যে একজন করে জ্ঞ্যানী মানব মানবিকা কে পাঠিয়ে দিলেন ঈশ্বর রূপে। তারা পৃথিবীর বুকে এসে মানব প্রেমের বানী প্রচার করলেন। যুগে যুগে তারা এলেন মানুষ রূপে নানা বানী নিয়ে।
সব ধর্মের জ্ঞ্যানী মানুষের একটাই কথা মানব প্রেম। কাউকে মেরে ভয় দেখিয়ে গায়ের জোরে কখনো ঈশ্বরকে লাভ করা যায় না। আজ যা তোমার এক নিমিষেই সব শেষ করে দিতে পারেন তিনি। ভবের ঘরে এসে এমন কিছু করো যাতে যুগে যুগে তোমাকে মনে রাখে মানব। আজ যা তোমার বলে ভাবছো তুমি কালতো ওটা অন্য জনের ছিল। এই পৃথিবীতে তোমার বলে কিছু নেই সব তার শুধু মায়ার খেলা ছাড়া আর কিছু নয়। ঈশ্বর সৃষ্টি করেছে তোমায় সুন্দর পৃথিবী কে গড়ে তোলার জন্য।
Comments