রূপশ্রী প্রকল্পে কর্মী নিয়োগ 2023 || Rupashree Prakalpa Group C Recruitment in Purba Bardhaman || WB Govt job news 2023
রাজ্যের চাকরি প্রার্থীদের জন্য সুখবর। এতদিন কেন্দ্রীয় ও রাজ্যে চাকরি নিয়োগ বন্ধ ছিল। কিন্তু এখন পশ্চিমবঙ্গের চাকরি প্রার্থীদের অপেক্ষার অবসান হতে চলেছে। এবার রাজ্যের পূর্ব বর্ধমান জেলার বিডিও অফিসে রুপশ্রী প্রকল্পের আওতায় বেশ কিছু গ্রুপ-C কর্মী নিয়োগ হতে চলেছে। অনলাইন এ আবেদন করার সুযোগ পাবেন।
তাই বর্তমানে যেসমস্ত চাকরি প্রার্থী সরকারি চাকরির জন্য অপেক্ষা করছেন তাদের জন্য এটি একটি সুবর্ণ সুযোগ। কোন কোন পদে নিয়োগ করা হবে, মাসিক বেতন কত দেওয়া হবে, বয়সসীমা কত থাকতে হবে, শিক্ষাগত যোগ্যতা কি লাগবে এবং কিভাবে আবেদন করতে হবে তা নিচে থেকে পরপর জেনে নেব।
নোটিশ নং – 253/RP/PBDN/X/008
নোটিশ প্রকাশ – 19/05/2023
1. পদের নাম- অ্যাকাউন্টট্যান্ট / Accountant
শূন্যপদ – 4 টি শূন্যপদ রয়েছে।
যোগ্যতা – কমার্স গ্র্যাজুয়েট এবং কম্পিউটার দক্ষতার সাথে ট্যালি জানা থাকলেই এখানে আবেদন করার সুযোগ পাবেন। সঙ্গে থাকতে হবে ঐ কাজে তিন বছরের অভিজ্ঞতা।
বয়সসীমা – আবেদনকারীর বয়স হতে হবে সর্বোচ্চ 40 বছর।
বেতনক্রম – প্রতি মাসে মাসিক 15,000 টাকা।
2. পদের নাম- ডাটা এন্ট্রি অপারেটর / Data Entry Operator
শূন্যপদ – মোট শূন্যপদ 12 টি
যোগ্যতা – যে কোনো বিষয়ে গ্র্যাজুয়েট ডিগ্রি সহ ভালো টাইপিং দক্ষতা এবং কম্পিউটার জ্ঞান থাকলেই এখানে আবেদন করা যাবে। সঙ্গে থাকতে হবে ঐ কাজে তিন বছরের অভিজ্ঞতা।
বয়সসীমা – আবেদনকারীর বয়স হতে হবে সর্বোচ্চ 40 বছর।
বেতন – প্রতি মাসে 11000 টাকা।
নিয়োগ পদ্ধতি -
প্রথমে হবে লিখিত পরীক্ষা, তারপর কম্পিউটার টেস্ট এবং সবশেষে হবে ইন্টারভিউ, এই তিনটি প্রসেসের ভিত্তিতে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে।
আবেদন পদ্ধতি -
শুধুমাত্র অনলাইন এ আবেদন করার সুযোগ পাবেন। https://purbabardhaman.nic.in/ লিঙ্কটি ক্লিক করে অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে Google Form এর আকারে থাকা আবেদনপত্রটি পূরণ করে তার সাথে নথি, ছবি এবং স্বাক্ষর সংযুক্ত করে ফর্মটি সাবমিট করুন।
আবেদনের সময়সীমা -
আবেদন ইতিমধ্যে শুরু হয়ে গেছে। আবেদন চলবে ৫ ই জুন ২০২৩ বিকেল ৫টা পর্যন্ত।
গুরুত্বপূর্ণ লিংকগুলি :
Official notice -
Apply now -
______________________________ ___________
চাকরি সংক্রান্ত আপডেট পেতে আমাদের গ্রুপে জয়েন করুন
Telegram group-
Whatsapp group-
Comments