রাজ্যের গ্রামীণ ব্যাঙ্কে কর্মী নিয়োগ, মোট শূন্যপদ ৮৫৯৪ টি || WB Gramin bank Recruitment 2023 || WB Job news 2023





পশ্চিমবঙ্গের চাকরি প্রার্থীদের জন্য নতুন সুযোগ। এতদিন যারা চাকরি র অপেক্ষায় বসে ছিলেন তাদের জন্য গ্রামীণ ব্যাঙ্কের পক্ষ থেকে একটি সুযোগ এসেছে। নিয়োগ বিজ্ঞপ্তিটি ইতিমধ্যে প্রকাশিত হয়েছে। রাজ্যের অধীনস্থ এই গ্রামীণ ব্যাঙ্কগুলিতে মোট ৮৫৯৪ শূন্যপদে কর্মী নিয়োগের কথা জানানো হয়েছে। ভারতের যেকোনো নাগরিক পশ্চিমবঙ্গের যেকোনো জেলা থেকে এই শুন্যপদগুলিতে চাকরির জন্য আবেদন করার সুযোগ পাবেন। নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে IBPS এর মাধ্যমে।

 তাই বর্তমানে যেসমস্ত চাকরি প্রার্থী সরকারি চাকরির জন্য অপেক্ষা করছেন তাদের জন্য এটি একটি সুবর্ণ সুযোগ। কোন কোন পদে নিয়োগ করা হবে, মাসিক বেতন কত দেওয়া হবে, বয়সসীমা কত থাকতে হবে, শিক্ষাগত যোগ্যতা কি লাগবে এবং কিভাবে আবেদন করতে হবে তা নিচে থেকে পরপর জেনে নেব।





পদের নাম – Office Assistant, 

Officer Scale I, II, III (Various)



মোট শূন্যপদ – ৮৫৯৪ টি।



শিক্ষাগত যোগ্যতা – যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক, স্নাতকোত্তর, MBA, CA অথবা সমতুল্য বিষয়ে ডিগ্রী থাকা চাকরিপ্রার্থীরা এই পদের জন্য আবেদন করার সুযোগ পাবেন।



মাসিক বেতন – ভারত সরকারের পে মেট্রিক্স অনুযায়ী বিভিন্ন পদের মাসিক বেতন ধার্য্য হবে।





আবেদনকারীর বয়সসীমা – 

Office Assistant - বয়সসীমা ২৮ বছর সর্বোচ্চ । 

Officer Scale I - বয়সসীমা ৩০ বছর।

Officer Scale II - বয়সসীমা ৩২ বছর। 

Officer Scale III - বয়সসীমা ৪০ বছর।  

সংরক্ষিত প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী ছাড় পাবেন।





আবেদন পদ্ধতি – শুধু মাত্র অনলাইনের মাধ্যমে আবেদন করার সুযোগ পাবেন। আবেদন করার লিঙ্ক নীচের দিকে পাবেন।


বিঃ দ্রঃ- আবেদন করার জন্য প্রার্থীদের একটি বৈধ ইমেইল আইডি থাকা বাধ্যতামূলক। অনলাইনে আবেদন করার সময় সমস্ত শিক্ষাগত যোগ্যতার কাগজপত্র, অন্যান্য গুরুত্বপূর্ণ নথি স্ক্যান করে আপলোড করবেন তাহলেই আবেদন সম্পূর্ণ হবে।




আবেদন ফি – সাধারণ প্রার্থীদের ৮৫০/- টাকা এবং তপশীলি প্রার্থী দের ১৭৫/- টাকা আবেদন ফি জমা দিতে হবে।





নিয়োগ পদ্ধতি – প্রথমে হবে Written Exam (Prelims & Main) এবং সবশেষে Personality Test -এর মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে।



আবেদনের শেষ তারিখ – ২১ জুন, ২০২৩।




Official Notification:


Download Now



Official Website: 


Apply now


Comments

Popular posts from this blog

TATA Steel Job Recruitment 2024 || টাটা স্টিল কোম্পানিতে নতুন করে 6000 শূন্যপদে কর্মী নিয়োগ || TATA company job

মাধ্যমিক পাশেই ভালো মাইনের চাকরি,জলের ট্যাঙ্কি দেখাশোনার স্থায়ী কাজ || Jal Jeevan Mission Registration 2024

রাজ্যে নতুন অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগ || WB ICDS Supervisor Recruitment 2024 || সুপারভাইজার ও হেলপার নতুন নিয়োগ