আগস্ট সংখ্যা ২০২৩ || August Sonkha 2023 || আগস্ট সংখ্যার সম্পাদকীয় ও সূচিপত্র
সম্পাদকীয়:
চেতনার অপর প্রান্তে যে সুখ আছে, যে দুঃখ আছে তা শুধু মাত্র একজন সাহিত্যিকই অনুভব করতে পারেন।
প্রাণ সখীর সম্ভাষণ কিংবা চাতকের চাহনি এই অনুভবটিও সাহিত্যিকই করতে পারে। প্রাণ চঞ্চল হৃদয়ে দুদন্ড সময় দিন সাহিত্য চর্চাতে। ভালোবাসা নিয়ে গড়ে উঠুক নতুন ভাষার উন্মাদনা।
সাহিত্য চর্চা করুন। সাহিত্যের পাশে থাকুন। সাহিত্যকে ভালোবাসুন। আপনাদের সকলের প্রিয় পত্রিকা ওয়ার্ল্ড সাহিত্য আড্ডা ব্লগ ম্যাগাজিন এর মধ্যে সমস্ত রস লুকিয়ে আছে। এই রস পেতে হলে গভীর এ যেতে হবে।
আমাদের পত্রিকা পড়ুন সম্পূর্ণ বিনামূল্যে। পেতে থাকুন সাহিত্য রস।
ধন্যবাদান্তে
World Sahitya Adda সম্পাদকীয় বিভাগ
_____________________________________
আগস্ট সংখ্যার সূচিপত্র:
কবিতা - দীপঙ্কর বেরা, অসীম কুমার সমাদ্দার, মিঠু বিশ্বাস, আনন্দ গোপাল গড়াই, গোবিন্দ মোদক, পাপু মজুমদার, পাভেল রহমান।
গল্প- প্রদীপ সেনগুপ্ত, উৎপল মুখার্জি।
প্রবন্ধ - শংকর ব্রহ্ম
________________________________________
বি.দ্র. :- সকল কবি ও লেখক তাদের লেখা এই সংখ্যাতে থাকছে তারা প্রত্যেকে এই হোম পেজে নীচের দিকে যান তারপর 'view web virsion' এ ক্লিক করুন । তারপর ঐ মেন পেজে ডানদিকে সূচিপত্রের লিস্ট পাবেন। সেই লিস্ট নিজের নামে ক্লিক করলেই লেখা গুলো দেখতে পাবেন। সেটাই আপনার লেখার লিংক। এই নিয়ম শুধু মাত্র স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য। যারা কম্পিউটার এ খুলবেন তারা সরাসরি মেন পেজ পাবেন সেখানে সূচিপত্র পাবেন।
Comments