Thursday, August 31, 2023

কবিতা || মন বিবাগী || দীপঙ্কর বেরা || Mon Bibagi - Dipankar bera || Bengali Poem || বাংলা কবিতা

 মন বিবাগী

দীপঙ্কর বেরা


বাতাসে তার উড়নচণ্ডী মেঘ বিকেলের চলাফেরা

বিবাগী হয় ঘর ছাড়া সুখ ফেরারি মন স্বপ্ন ঘেরা।

আছড়ে পড়া ঢেউয়ের তালে চর জেগেছে বুকের মাঝে

রঙ জীবনের এইটুকু পথ খুঁজছে পীরিত সকাল সাঁঝে।

ও পাখি তোর বাসা ফেলে চললি কোথায় দূর সীমানা

আকাশ বড়ো মাটির মোহ করছে কে আর নিষেধ মানা?

খুব কাছে নয় পথ চলা পথ লক্ষ্য পূরণ যাওয়া আসা

বিচিত্র তার রূপ গভীরে আছে যত ভালোবাসা।

No comments: