কবিতা || তুমি স্থিতধি , তুমি নির্বিকার || অসীম কুমার সমাদ্দার || Tumi sthiodi, tumi nirbikar || Bengali Poem || বাংলা কবিতা
তুমি স্থিতধি , তুমি নির্বিকার
অসীম কুমার সমাদ্দার
তুমি হেঁটে চলেছো অজানা পথ দিয়ে নীরবিচ্ছিন্নভাবে
সৃষ্টির ঊষাকাল থেকে নৈবেদ্য সাজিয়ে , কখনো বাঁকা পথে বা দুর্গম সমান্তরালে অদৃশ্য শক্তি ভর করে
কখনো আলিঙ্গন করেছো নিদাঘ প্রকৃতি অকুতভয়ে
তৃষ্ণায় কাতর হলেও মেলেনি শান্তিবারি বহুদিন
অভিযোগ নৈব নৈব চ ,শুধু যন্ত্রনা বয়ে চলেছো আজও
ডাইন অপবাদ দিল কয়েকজন , নির্দেশ দিয়ে যথোপযুক্ত শাস্তির ।
মাংস খুবলে নিল এক গভীর রাতে , শেষে দেহটাকেও জ্বালায় জনসমক্ষে ।
ঠিক কিছুদিন আগে এই তোমাকেই মেরেছিল পাথরের আঘাতে , উপহার দিল অভুক্ত শকুনকে
সকলেই আমরা ছিলাম নীরব দর্শক , যারা ভোজনে শুধু মত্ত তোমার নগ্ন দেহটাকে ।
ব্যত্যয় বলতে কিছু অবলা জীব ভয়ে , আতঙ্কে পালিয়ে গেলো , উড়ে গেলো কতগুলো পাখি অদ্ভুত শব্দ করে
তুমি অগুনতিবার বীরগতি প্রাপ্ত হলে শেষ দেখে ,
পরক্ষনে বেঁচে ওঠার উদগ্র বাসনা জন্মালো ফিনিক্স পাখির চিতা ছুঁয়ে ,
আসলে এই তুমি হতে কোটি কোটি তুমি হও সবকালে ও সকলের প্রয়োজনে ,
ভালোবাসা আর ভালোলাগা খুলে দিল নিষিদ্ধ জানালা বিসর্জনের ভ্রূকুটি উড়িয়ে তোমার পাদপদ্মে
ধুয়ে গেলো ধরিত্রীর সব প্রাগৈতিহাসিক জঞ্জাল তোমার স্পর্শে ,
আবার চোখের পলকে রক্তে ভেসে গেলো তোমার উন্মুক্ত দেহ এই চরাচরে ।
কিন্তু তুমি স্থিতধি , নির্বিকার হয়ে গেয়ে চলেছো জীবনের গান প্রতি মুহূর্তে।
Comments