রাজ্যে ৫০৯ফুড সাব-ইনস্পেক্টর পদে কর্মী নিয়োগ || WB Food SI Recruitment 2023 || WB govt job news


 


রাজ্যে ৫০৯ফুড সাব-ইনস্পেক্টর পদে কর্মী নিয়োগ || WB Food SI Recruitment 2023 || WB govt job news 




রাজ্যের চাকরি প্রার্থীদের জন্য সুখবর। এতদিন কেন্দ্রীয় ও রাজ্যে চাকরি নিয়োগ বন্ধ ছিল। কিন্তু এখন পশ্চিমবঙ্গের চাকরি প্রার্থীদের অপেক্ষার অবসান হতে চলেছে। রাজ্য সরকার ফুড সাব-ইনস্পেক্টর পদে ৫০৯ জন নতুন কর্মী নিয়োগ করতে চলেছেন। রাজ্যের খাদ্য ও সরবরাহ দপ্তরের সাবঅর্ডিনেট ফুড অ্যান্ড সাপ্লাইজ সার্ভিসে, গ্রেড-থ্রি ক্যাটেগরিতে নিয়োগটি করা হবে।প্রার্থী বাছাই করবে পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন পরীক্ষার মাধ্যমে।

তাই বর্তমানে যেসমস্ত চাকরি প্রার্থী সরকারি চাকরির জন্য অপেক্ষা করছেন তাদের জন্য এটি একটি সুবর্ণ সুযোগ। কোন কোন পদে নিয়োগ করা হবে, মাসিক বেতন কত দেওয়া হবে, বয়সসীমা কত থাকতে হবে, শিক্ষাগত যোগ্যতা কি লাগবে এবং কিভাবে আবেদন করতে হবে তা নিচে থেকে পরপর জেনে নেব এছাড়া সরকারি ভাবে নতুন কি কি সুযোগ দেওয়া হবে‌ তা নীচে আলোচনা করা হল।

 


নিয়োগের বিজ্ঞপ্তি নম্বর: 04/2023



নিয়োগ প্রক্রিয়া - প্রথমে হবে লিখিত পরীক্ষা তারপর পার্সোন্যালিটি টেস্টের মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে। লিখিত পরীক্ষা নেওয়া হবে কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন কেন্দ্রে। দার্জিলিং জেলার তফসিলি উপজাতি প্রার্থী এবং দার্জিলিং সদর, মিরিক ও কার্শিয়াং সাব-ডিভিশনের প্রার্থীদের ক্ষেত্রে লিখিত পরীক্ষা শুধুমাত্র দার্জিলিং পরীক্ষাকেন্দ্রেই হবে। কালিম্পং জেলার প্রার্থীদের ক্ষেত্রে পরীক্ষা নেওয়া হবে কালিম্পং কেন্দ্রে। পার্সোন্যালিটি টেস্ট নেওয়া হবে কমিশনের কলকাতা অফিসে। প্রথম দিকে এই নিয়োগ টি হবে অস্থায়ী ভিত্তিতে। 

১০০ নম্বরের লিখিত পরীক্ষায় অবজেক্টিভ ধরনের মাল্টিপল চয়েস প্রশ্ন হবে জেনারেল স্টাডিজ ও এরিথমেটিক বিষয়ে। নেগেটিভ মার্কিং আছে। সময়সীমা দেড় ঘণ্টা। পার্সোন্যালিটি টেস্ট ২০ নম্বরের।



শিক্ষাগত যোগ্যতা: মাধ্যমিক পাশ। সবথেকে বড় ব্যাপার প্রার্থীকে অবশ্যই বাংলায় লিখতে, পড়তে ও বলতে জানতে হবে ক্যাটেগরি অনুসারে শূন্যপদের (নেপালিভাষীদের ক্ষেত্রে প্রযোজ্য নয়)।


মোট শূন্য পদ : ৫০৯ জন কর্মী নিয়োগ করা হবে। সাধারণ ২২০, তফসিলি জাতি ৯৭, তফসিলি উপজাতি ২৯, ও বি সি- এ ৪৮, ও বি সি-বি ৩৪, দৃষ্টিসংক্রান্ত প্রতিবন্ধী ১৫, শ্রবণসংক্রান্ত প্রতিবন্ধী ১৪, বৌদ্ধিক প্রতিবন্ধী ১৫, সাধারণ- দক্ষ খেলোয়াড় ৯, সাধারণ-প্রাক্তন সমরকর্মী (পুরুষ) ১৯, তফসিলি জাতি- চলাফেরায় অসুবিধা আছে এমন প্রতিবন্ধী ৪, তফসিলি জাতি-প্রাক্তন সমরকর্মী (পুরুষ) ৫।


বয়স: প্রার্থীর বয়স হতে হবে ১৮ থেকে ৪০ বছর। এছাড়া সংরক্ষিত প্রার্থীরা সরকারি নিয়মে ছাড় পাবেন।

দক্ষ খেলোয়াড়দের জন্য থাকছে আরও অনেকে সুযোগ।


বেতননক্রম: ২২,৭০০-৫৮,৫০০ টাকা।




বি.দ্র. :-

রাজ্যের গ্রামীণ এলাকাগুলিতে নিয়মিত যাওয়া-আসা করার মতো শারীরিক সক্ষমতা ও মানসিকতা থাকতে হবে।

এই সব ক্রীড়াক্ষেত্র থেকে: অ্যাথলেটিক্স (ট্র্যাক ও ফিল্ড ইভেন্টস-সহ), ব্যাডমিন্টন, সাঁতার, বাস্কেটবল, ক্রিকেট, ফুটবল, হকি, টেবল টেনিস, ভলিবল, টেনিস, ওয়েটলিফটিং, রেসলিং, বক্সিং, সাইক্লিং, জিমন্যাস্টিক্স, জুডো, রাইফেল শুটিং, কবাডি, খো খো এবং তিরন্দাজি।


দক্ষ খেলোয়াড় প্রার্থীকে জাতীয় স্কুল গেমস বা আন্তঃবিশ্ববিদ্যালয় বা জাতীয় বা আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতায় অংশ নিয়ে থাকতে হবে এবং এ সংক্রান্ত সার্টিফিকেট থাকতে হবে।



আবেদন পদ্ধতি- শুধু মাত্র অনলাইন পদ্ধতিতে আবেদন করার সুযোগ পাবেন। অনলাইন দরখাস্ত করতে হবে এই ওয়েবসাইটের মাধ্যমে: 

Click here 🔴

https:// wbpsc.gov.in


প্রার্থীকে প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে। এর আগে উপরোক্ত ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করা থাকলেও পুনরায় রেজিস্ট্রেশন করতে হবে।



আবেদন ফি - ফি বাবদ দিতে হবে ১১০ টাকা। এছাড়া সার্ভিস চার্জ ও জি এস টি অতিরিক্ত। তফসিলি এবং দৈহিক প্রতিবন্ধী প্রার্থীদের কোনও ফি লাগবে না।


আবেদন এর শেষ তারিখ - ২০ সেপ্টেম্বর ২০২৩। 




খুঁটিনাটি তথ্যের জন্য দেখুন উপরোক্ত ওয়েবসাইট। টেকনিক্যাল সাপোর্টের জন্য যে-কোনও কাজের দিন সকাল ১১টা থেকে বিকেল ৪টের মধ্যে যোগাযোগ করতে পারেন এই নম্বরে: (০৩৩) ৪০৫৮-৫৬৪০।



_________________________________________



চাকরি সংক্রান্ত আপডেট পেতে আমাদের গ্রুপে জয়েন করুন





Telegram group-

Click here 🔴




Whatsapp group-

Click here 🔴

Comments

Popular posts from this blog

TATA Steel Job Recruitment 2024 || টাটা স্টিল কোম্পানিতে নতুন করে 6000 শূন্যপদে কর্মী নিয়োগ || TATA company job

মাধ্যমিক পাশেই ভালো মাইনের চাকরি,জলের ট্যাঙ্কি দেখাশোনার স্থায়ী কাজ || Jal Jeevan Mission Registration 2024

রাজ্যে নতুন অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগ || WB ICDS Supervisor Recruitment 2024 || সুপারভাইজার ও হেলপার নতুন নিয়োগ