অসহায় - বিকাশ মন্ডল || Asohay - Bikash mondal || kobita || কবিতা || Poetry
অসহায়
বিকাশ মন্ডল
বিকাশ মন্ডল
নিঃশব্দে যে ভালোবাসে, দূর থেকে
তাকে কী নামে যে ডাকি...
যদি বলি দেবী ; অথবা... অথবা...
যদি ডাকি ছায়া!
বিকেলের মরা রোদে, অজানিতে
সে আমার হাতে রাখে হাত
পাশে পাশে হাঁটে শব্দহীন পায়ে
ঘাসে বসে বকের বলাকা দ্যাখে
জ্যোৎস্নার ফেনা মেখে ঘরে ফেরে অথচ....
Comments