রাজ্যে নতুন হোম গার্ড নিয়োগ || WB New Home Guard Recruitment 2023 || WB Job News 2023
রাজ্যে নতুন হোম গার্ড নিয়োগ || WB New Home Guard Recruitment 2023
রাজ্যের চাকরি প্রার্থীদের জন্য সুখবর। এতদিন কেন্দ্রীয় ও রাজ্যে চাকরি নিয়োগ বন্ধ ছিল। কিন্তু এখন পশ্চিমবঙ্গের চাকরি প্রার্থীদের অপেক্ষার অবসান হতে চলেছে। সামনেই দুর্গাপুজা, আর তার আগেই রাজ্যের বিভিন্ন জেলাতে হোম গার্ড (Home Guard) নিয়োগ করতে চলেছে রাজ্য সরকার।
তাই বর্তমানে যেসমস্ত চাকরি প্রার্থী সরকারি চাকরির জন্য অপেক্ষা করছেন তাদের জন্য এটি একটি সুবর্ণ সুযোগ। কোন কোন পদে নিয়োগ করা হবে, মাসিক বেতন কত দেওয়া হবে, বয়সসীমা কত থাকতে হবে, শিক্ষাগত যোগ্যতা কি লাগবে এবং কিভাবে আবেদন করতে হবে তা নিচে থেকে পরপর জেনে নেব এছাড়া সরকারি ভাবে নতুন কি কি সুযোগ দেওয়া হবে তা নীচে আলোচনা করা হল। আপনিও যদি এই চাকরিটি চান তাহলে নীচে দেওয়া আজকের সম্পূর্ণ বিজ্ঞপ্তিটি ভালো করে পড়ুন।
পশ্চিমবঙ্গ সরকারের নিরাপত্তা বাহিনীতে বর্তমান বছরগুলোতে হোম গার্ড পদে কর্মী নিয়োগ বৃদ্ধি পেয়েছে ক্রমশ। হোম গার্ডদের কাজ মূলত নাগরিকদের বাড়ি এবং সম্পত্তি রক্ষা করা।
এছাড়া রাজ্যের বিভিন্ন অনুষ্ঠানের সময় হোমগার্ডরা কমিউনিটি পুলিশিং, দুর্যোগ ব্যবস্থাপনা, ট্রাফিক নিয়ন্ত্রণ, ভিড় নিয়ন্ত্রণ ইত্যাদি কাজও করে থাকেন ।
বিষয় সূচীঃ-
WB Home Guard Recruitment Details 2023
পদের নাম
হোম গার্ডের শিক্ষাগত যোগ্যতা
হোম গার্ডের বয়সসীমা
হোম গার্ডের চাকরির জন্য আবেদন পদ্ধতি
শিক্ষাগত যোগ্যতা -
নূন্যতম অষ্টম শ্রেণী পাস করলেই আপনি এই পদে আবেদন করার সুযোগ পাবেন।
বয়সসীমা -
এই পদে আবেদনকারী প্রার্থীদের বয়স অবশ্যই 18 থেকে 40 বছরের মধ্যে হতে হবে। এছাড়া সংরক্ষিত প্রার্থীরা সরকারি নিয়মে ছাড় পাবেন বয়সে।
মাসিক বেতন -
এই পদে যারা চাকরি করেন তাদের প্রতিদিন 550 টাকা করে দেওয়া হয়। অর্থাৎ এদের মাসিক বেতন ১৬৫০০ টাকা।
আবেদন পদ্ধতি -
হোমগার্ড পদে আবেদন করতে হলে আপনি শুধু অফলাইন এ আবেদন করার সুযোগ পাবেন। এর জন্য যোগাযোগ করবেন নিকটবর্তী GRPS অফিসে।
প্রসঙ্গত উল্লেখ্য, এই নিয়োগ প্রক্রিয়াটি সম্পন্ন করা হবে OC এবং কমিশনের দ্বারা । OC এর দ্বারা 7 থেকে 15 দিন,
অন্যদিকে, কমিশনের দ্বারা WBTHG পদে সর্বনিম্ন 6 মাস থেকে 1 বছরের চুক্তিতে নিয়োগটি হয়। অর্থাৎ এটি একটি চুক্তি ভিত্তিক চাকরি।
প্রতি বছরের ন্যায় এবছরেও কলকাতা সংলগ্ন এলাকার বড়ো বড়ো পুজো মন্ডপ গুলির ভিড় সামাল দিতে পুজোর আগে বহু সংখ্যক শূন্যপদে হোমগার্ড নিয়োগ করা হবে। এই নিয়োগ প্রক্রিয়া সংক্রান্ত অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশ পেলেই আমরা আপনাদের জানিয়ে দেবো। আপনারা নিয়মিত ফলো করুন আমাদের ওয়েবসাইট।
_________________________________________
চাকরি সংক্রান্ত আপডেট পেতে আমাদের গ্রুপে জয়েন করুন
Telegram group-
Whatsapp group-
Comments