সেপ্টেম্বর সংখ্যা ২০২৩ || সেপ্টেম্বর সংখ্যার সম্পাদকীয় ও সূচিপত্র || September Sonkha 2023
শারদীয়া আগমন বাঙালি জাতির উত্তেজনা নিয়ে রিসার্চ করার প্রয়োজন নেই। কারণটা সকলেই জানেন মায়ের আগমনে ঢাকের বাদ্যিতে বাঙালি মন আকুলি বিকুলি করবেই। বিশ্বকর্মা পূজা, গণেশ পূজার পর বাঙালি মন আগমনীর সুরে নেচে ওঠে। মিশ্রিত থাকে সাহিত্য ও সামাজিক মেলবন্ধন। সাধারণের সাথে সাথেই পাঠককুল ও লেখকবর্গদের কাছে এ যেন অন্য এক চেতনার সঞ্চার করে।
পূজো আসছে, পূজো আসছে এই আনন্দে কবি মনে এক বিরাট নবকাশের জন্ম দেয়। তাই চলুন সকলেই মেতে উঠি। সেপ্টেম্বর এর শেষ দিবসের পর অক্টোবর এর সূচনা আমাদের জানান দেয়, জেগে ওঠ সবাই। এই দেখ নতুন সকাল। আশ্বিনের মিঠা রোদ্দুরে জন্ম নিক সাহিত্য সম্ভার। এই সাহিত্যকে বিশ্বের দরবারে ছড়িয়ে দিতে আমরা এসেছি আমাদের ওয়ার্ল্ড সাহিত্য আড্ডা ব্লগ ম্যাগাজিনের ডালি নিয়ে।
লিখুন সবাই, পড়ুন সকলে। আনন্দের আর্তনাদে মেতে উঠুন। আমাদের সাথে সাথে ছড়িয়ে দিন আপনিও।
ধন্যবাদান্তে
ওয়ার্ল্ড সাহিত্য আড্ডা সম্পাদকীয়
_________________________________________
সেপ্টেম্বর সংখ্যার সূচিপত্র :
কবিতা -
১) অসীম কুমার সমাদ্দার
২) বিকাশ মন্ডল
গল্প -
১)সুনির্মল বসু
২)পার্থ প্রতিম দাস
English Poem -
১)নাসির ওয়াদেন
২) সামিনা ইয়াসমিন
প্রবন্ধ -
১) শংকর ব্রহ্ম
________________________________________
বি.দ্র. :- সকল কবি ও লেখক তাদের লেখা এই সংখ্যাতে থাকছে তারা প্রত্যেকে এই হোম পেজে নীচের দিকে যান তারপর 'view web virsion' এ ক্লিক করুন । তারপর ঐ মেন পেজে ডানদিকে সূচিপত্রের লিস্ট পাবেন। সেই লিস্ট নিজের নামে ক্লিক করলেই লেখা গুলো দেখতে পাবেন। সেটাই আপনার লেখার লিংক। এই নিয়ম শুধু মাত্র স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য। যারা কম্পিউটার এ খুলবেন তারা সরাসরি মেন পেজ পাবেন সেখানে সূচিপত্র পাবেন।
Comments