কবিতা || ঝড় তুফান || আনন্দ গোপাল গরাই || jhar Tufan - Ananda Gopal gorai || Bengali Poem || বাংলা কবিতা
ঝড় তুফান
আনন্দ গোপাল গরাই
এমন একটা ঝড় উঠুক
যাতে উড়ে চলে যায় অভয়ার আতঙ্ক
কামদুনির কদর্যতা
মণিপুরের বীভৎসতা
মালদহের লজ্জা!
এমন একটা তুফান উঠুক
যাতে ধুয়ে চলে যায়
কামুকের কদর্য লালসা
পুরুষের বিকৃত যৌনতা
ক্ষমতার অন্ধ মাদকতা
অত্যাচারির আদিম বর্বরতা!
সেই ঝড় তুফানের শেষে
মাটির বুকে জেগে থাকবে
ভালোবাসার পলি
সহিষ্ণুতার অঙ্কুর
প্রেম প্রীতি স্নেহ মমতার
একরাশ নির্মল বাতাস!
Comments