ভারত পেট্রোলিয়াম কর্পোরেশনে অ্যাপ্রেন্টিস পদে চাকরি, মাসিক বেতন 25 হাজার টাকা || Bharat Petroleum Corporation Recruitment 2023
ভারত পেট্রোলিয়াম কর্পোরেশনে অ্যাপ্রেন্টিস পদে চাকরি, মাসিক বেতন 25 হাজার টাকা || Bharat Petroleum Corporation Recruitment 2023
রাজ্যের চাকরি প্রার্থীদের জন্য সুখবর। এতদিন কেন্দ্রীয় ও রাজ্যে চাকরি নিয়োগ বন্ধ ছিল। কিন্তু এখন পশ্চিমবঙ্গের চাকরি প্রার্থীদের অপেক্ষার অবসান হতে চলেছে। ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেডে (BPCL) অ্যাপ্রেন্টিস নিয়োগ করা হবে। শুধুমাত্র ইঞ্জিনিয়ারিং গ্র্যাজুয়েটরা আবেদন করার সুযোগ পাবেন। নিয়োগ করা হবে এক বছরের চুক্তিতে ।
তাই বর্তমানে যেসমস্ত চাকরি প্রার্থী সরকারি চাকরির জন্য অপেক্ষা করছেন তাদের জন্য এটি একটি সুবর্ণ সুযোগ। কোন কোন পদে নিয়োগ করা হবে, মাসিক বেতন কত দেওয়া হবে, বয়সসীমা কত থাকতে হবে, শিক্ষাগত যোগ্যতা কি লাগবে এবং কিভাবে আবেদন করতে হবে তা নিচে থেকে পরপর জেনে নেব এছাড়া সরকারি ভাবে নতুন কি কি সুযোগ দেওয়া হবে তা নীচে আলোচনা করা হল।
নোটিশ প্রকাশের তারিখ- 10/07/2023
যে পদে নিয়োগ হবে -
গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস / Graduate Apprentices:
শূন্যপদ -
এখানে বিভিন্ন ট্রেডে বিভিন্ন সংখ্যক শূন্যপদ রয়েছে, যা নিম্নরূপ:
Mechanical- 30 টি, Electrical- 11 টি, Chemical- 42 টি, Civil- 9 টি, Computer Science – 10 টি, Instrumentation- 9 টি, Fire & Safety- 11 টি, Metallurgy- 3 টি শূন্যপদ রয়েছে। সর্বমোট শূন্যপদ রয়েছে 125 টি।
যোগ্যতা-
60% নম্বর নিয়ে B.Teh পাশ করে থাকতে হবে।
বেতনক্রম -
মাসিক 25,000 টাকা ।
বয়সসীমা -
18 থেকে 27 বছরের মধ্যে হওয়া আবশ্যক। সংরক্ষিত প্রার্থীরা সরকারি নিয়মে ছাড় পাবেন।
নিয়োগ পদ্ধতি -
ইন্টারভিউতে পাওয়া নাম্বারের ভিত্তিতে নিয়োগ করা হবে এখানে।
নিয়োগের সময়সীমা - এক বছরের চুক্তিতে নিয়োগ করা হবে।
নিয়োগ স্থান -
BPCL., Kochi Refinery, Ambalamugal, Kochi
আবেদন পদ্ধতি- শুধু মাত্র অনলাইন এর মাধ্যমে আবেদন করতে পারবেন।
অ্যাপ্রেন্টিস পদের জন্য, এখানে প্রথমে অনলাইনে আবেদন করতে হবে প্রার্থীদের। এর জন্য https://nats.education.gov.in/ এই ওয়েবসাইটে গিয়ে নিজেদের রেজিস্টার করবেন। এ্রর পরে প্রার্থীরা “Bharat Petroleum Corporation Ltd, Kochi Refinery” অপশনে গিয়ে, ‘Registration Form (Online)’ অপশনটিতে ক্লিক করতে হবে।
তারপর আবেদনপত্রটি নিজের সমস্ত তথ্য দিয়ে ফিলাপ করতে হবে। সাথে প্রয়োজনীয় ডকুমেন্টের ফটোকপি এবং পাসপোর্ট সাইজের ছবি আপলোড করতে হবে। এর পরে ফর্মটি সাবমিট করে দিতে হবে।
আবেদনের সময়সীমা
আবেদন শুরু -30/08/2023
আবেদনের শেষ-15/09/2023
Official Notice -
Apply now -
Official website -
_________________________________________
চাকরি সংক্রান্ত আপডেট পেতে আমাদের গ্রুপে জয়েন করুন
Telegram group-
Whatsapp group-
Comments