ময়লার সাথে যাদের আবাস
পাভেল রহমান
ময়লার সাথে যাদের আবাস, তাহাদের কেন করো ঘৃণা!
বিবেকের কাছে করো প্রশ্ন ইহা উচিত কিনা।
ময়লার সাথে যাদের আবাস
তাহারাও ছড়াবে সুবাস
পেলে একটি সুযোগ – ইহা আমার দৃঢ় বিশ্বাস।
যারা সংগ্রহ করে বিষ্ঠা,
তাহারাও যদি রাখে নিষ্ঠা
বড় সুকর্ম করিবারে, তবে তাহারাও হবে বড়
-বন্ধু, আমার এই উক্তিটি খন্ডাতে কি পারো?
No comments:
Post a Comment