অদেখা কোনো ঠিকানায়
পাপু মজুমদার
অসহায় মূখগুলো
কথা বলতে গিয়ে যেন থমকে গেছে !
ঐ দূরে অপ্রাপ্তির গল্প নিয়ে মিছিল জমেছে
গাছেরা অধিকার চাইছে,
গরীব মানুষগুলো চাইছে ঘাম ঝরাতে
আর কিছু ভরসা পেতে
সবাই যখন
একথা সেকথা বলছে
সময়ের পাখিগুলো
কোথায় যেন স্বেচ্ছায় হারিয়ে গেছে,
যেখানে স্বপ্ন দেখা পাপ
জীবনের মানেই যেখানে অভিশাপ
সেরকম অদেখা কোনো ঠিকানায়।
No comments:
Post a Comment