Friday, September 1, 2023

কবিতা || ভাস্কর || গোবিন্দ মোদক || Vaskar - Gobinda modak || Bengali Poem || বাংলা কবিতা

 ভাস্কর 

গোবিন্দ মোদক 



ছেনি হাতুড়ি হাতে 


দাঁড়িয়ে আছেন রামকিঙ্কর,


সামনে দুর্লঙ্ঘ্য পাহাড়,


কঠিন থেকে কঠিনতম চূড়াময় ভাস্কর্য 


তাকিয়ে থাকে তাঁর দিকে,


তাঁর পায়ের কাছে এক টুকরো আগ্নেয় শিলা 


অপেক্ষা করে থাকে 


রূপ থেকে অরূপের প্রতীক্ষায় ....



বাতাস হাঁক দিয়ে ডাকে, বলে —


ওহে রামকিঙ্কর! কতো আর ভাববে! 


রামকিঙ্কর ছেনি হাতে দাঁড়িয়ে থাকেন,


পায়ের কাছে রূপান্তরিত শিলাখণ্ড...


নাক... চোখ... মুখ... বুক... নিতম্ব... 


শিরা-উপশিরা... বিভঙ্গ ...


একসময় ভাস্কর্য কথা বলে ওঠে... 


ঘাড় ফেরায়... উষ্ণতা ছড়ায়...



রামকিঙ্কর হাতুড়ি নামিয়ে 


কপালের ঘাম মোছেন;


আর, একটা প্রিয় রৌদ্র হাত 


তাঁর দিকে তুলে ধরে অভয়মুদ্রা।

No comments: