রাজ্যে নতুন করে প্রচুর সিভিক ভলেন্টিয়ার নিয়োগ! বাড়ানো হচ্ছে বয়সসীমা | New Civic Volunteer Recruitment in West Bengal || Civic Volunteer Recruitment 2023


 



রাজ্যে নতুন করে প্রচুর সিভিক ভলেন্টিয়ার নিয়োগ! বাড়ানো হচ্ছে বয়সসীমা | New Civic Volunteer Recruitment in West Bengal || Civic Volunteer Recruitment 2023




রাজ্যের চাকরি প্রার্থীদের জন্য সুখবর। এতদিন কেন্দ্রীয় ও রাজ্যে চাকরি নিয়োগ বন্ধ ছিল। কিন্তু এখন পশ্চিমবঙ্গের চাকরি প্রার্থীদের অপেক্ষার অবসান হতে চলেছে। রাজ্যে আবার বিপুল সংখ্যক সিভিক ভলেন্টিয়ার (Civic Volunreer) নিয়োগ হতে চলেছে।

তাই বর্তমানে যেসমস্ত চাকরি প্রার্থী সরকারি চাকরির জন্য অপেক্ষা করছেন তাদের জন্য এটি একটি সুবর্ণ সুযোগ। কোন কোন পদে নিয়োগ করা হবে, মাসিক বেতন কত দেওয়া হবে, বয়সসীমা কত থাকতে হবে, শিক্ষাগত যোগ্যতা কি লাগবে এবং কিভাবে আবেদন করতে হবে তা নিচে থেকে পরপর জেনে নেব এছাড়া সরকারি ভাবে নতুন কি কি সুযোগ দেওয়া হবে‌ তা নীচে আলোচনা করা হল।





রাজ্য সরকার ভলেন্টিয়ার নিয়োগের ক্ষেত্রে চাকরিপ্রার্থীদের বয়সের ঊর্ধ্বসীমা বাড়ানোর কথা ভেবেছেন । রাজ্যে ফের নতুন করে সিভিক ভলেন্টিয়ার নিয়োগ হবে এর কারণ কি এবং নতুন করে ঠিক কত বছর বয়সসীম বাড়ানো হয়েছে সেই বিষয়ে আলোচনা করা হোক।




সুত্র থেকে জানা গিয়েছে, খুব শীঘ্রই নিয়োগ প্রক্রিয়া শুরু হবে। বয়সের ঊর্ধ্বসীমা বাড়ানোর বিষয়ে রাজ্য সরকারের থেকে ছাড়পত্র পাওয়া গেছে। মনে করা হচ্ছে ২০২৪ সালের লোকসভা ভোটের আগেই নতুন করে সিভিক ভলেন্টিয়ার নিয়োগের বিষয়ে বিজ্ঞপ্তি জারি করবে রাজ্য সরকার।



 সিভিক ভলেন্টিয়ার নিয়োগের কারন -


(1) স্বাভাবিক প্রয়োজনেই, বিশেষত থানাগুলোর কর্মীসংখ্যা বৃদ্ধি করতেই প্রচুর পরিমাণে সিভিক ভলেন্টিয়ার নিয়োগের দরকার হয়ে পড়েছে।


(2) বর্তমানে কলকাতা পুলিশ ও রাজ্য পুলিশ মিলিয়ে রাজ্যে প্রায় ১ লক্ষ ২৫ হাজার সিভিক ভলেন্টিয়ার আছে। কলকাতা পুলিশের অধীনে ৮ টি থানা বেড়ে যাওয়ায় এবং রাজ্য পুলিশের অধীনস্থ বিভিন্ন জেলায় থানার সংখ্যা বেশ খানিকটা বেড়ে যাওয়ায় সম্ভাবনা রয়েছে তাই এই নিয়োগ। 





(3) মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশের আইন-শৃঙ্খলার পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য সম্প্রতি দক্ষিণ ২৪ পরগনার ভাঙড় কলকাতা পুলিশের অধীনে এসেছে। এর ফলে কলকাতা পুলিশের থানার সংখ্যা ৮০ থেকে বেড়ে ৮৮ হয়েছে। এর ফলে নতুন এসআই (SI), কনস্টেবল, সার্জেন্ট তেমন দরকার হয়ে পড়েছে ঠিক তেমনই থানাগুলিতে দরকার হয়েছে সিভিক ভলেন্টিয়ারের। আদালতের নির্দেশে সরাসরি আইন-শৃঙ্খলা রক্ষার কাজ করতে না পারলেও এলাকার যানবাহন পরিস্থিতি নিয়ন্ত্রণ করা, বিভিন্ন উৎসব-অনুষ্ঠানে ভিড় সামলানো ইত্যাদি বহু দরকারি কাজে সিভিক ভলেন্টিয়ারদের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেনষ থাকেন।


(4) এছাড়াও সূত্র থেকে জানা গেছে লোকসভা ভোটের আগেই বাংলায় আরও কয়েকটি পুলিশ জেলা তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। সেইসঙ্গে রাজ্য পুলিশের অধীনে থানার সংখ্যাও বেড়ে যেতে পারে বেশ কিছুটা। সেখানেও নতুন সিভিক ভলেন্টিয়ার লাগবে। 



 বয়সসীমা বাড়ানোর সিদ্ধান্ত -




রাজ্যে নতুন করে যে সিভিক ভলেন্টিয়ার নিয়োগ করা হবে তাতে চাকরিপ্রার্থীদের বয়সের ঊর্ধ্বসীমা ২৭ বছর থেকে বাড়িয়ে ৩৫ বছর করার কথা বিবেচনা করছে রাজ্য সরকার। তাই এক্ষেত্রে আরো বেশি চাকরিপ্রার্থীরা আবেদন করার সুযোগ পাবে বলে আশা করা যাচ্ছে।



সিভিকদের জন্য সংরক্ষণ-


পুলিশ ওয়েলফেয়ার বোর্ডের অধীনে সিভিক ভলেন্টিয়ারদের কাজে সামাজিক সুরক্ষা বৃদ্ধি পেয়েছে। বর্তমানে পুলিশে যা কনস্টেবল নিয়োগ হয় তার ১০ শতাংশ সিভিক ভলেন্টিয়ারদের জন্য সংরক্ষিত।


এছাড়াও সিভিক ভলেন্টিয়ারদের জন্য আই কার্ড, নির্দিষ্ট ইউনিফর্ম, কর্মরত অবস্থায় যদি কেউ দুর্ঘটনায় মারা যায় বা কর্মহীন হয়ে পড়ে তাহলে পরিবারের একজনকে চাকরি দেওয়া হবে এই রকম একাধিক নিয়ম চালু করেছে রাজ্য সরকার। ফলে রাজ্যের বেকার যুবক-যুবতীদের কাছে সিভিক ভলেন্টিয়ারের পেশা গ্রহণ যোগ্য ও আকর্ষণীয় হয়ে উঠছে।


_________________________________________



চাকরি সংক্রান্ত আপডেট পেতে আমাদের গ্রুপে জয়েন করুন





Telegram group-

Click here 🔴




Whatsapp group-

click here 🔴

Comments

Popular posts from this blog

শারদীয়া সংখ্যা ১৪৩০ || সম্পাদকীয় ও সূচিপত্র || World Sahitya Adda Sarod sonkha 1430

TATA Steel Job Recruitment 2024 || টাটা স্টিল কোম্পানিতে নতুন করে 6000 শূন্যপদে কর্মী নিয়োগ || TATA company job

মাধ্যমিক পাশেই ভালো মাইনের চাকরি,জলের ট্যাঙ্কি দেখাশোনার স্থায়ী কাজ || Jal Jeevan Mission Registration 2024