যাব তোমায় নিয়ে চিরকাল - অসীম কুমার সমাদ্দার || Jabo Tomay niye chirakal - Asim Kumar Samadar || কবিতা || Kobita || Poetry
যাব তোমায় নিয়ে চিরকাল
অসীম কুমার সমাদ্দার
কল্পনায় এঁকেছিলাম তোমায় বহুদিন আগে
তারপর প্রতীক্ষায় কেটে গেল অনেক দিন দুর্বিসহ একাকিত্বে
অনিদ্রায় অনাহারে স্বপ্ন হারিয়ে গিয়েছিল বাস্তবের ডাস্টবিনে
হটাৎ ঝড় এসে পুনরুদ্ধার করে সেই হারানো দিনকাল
তুমি চলে এলে খুব কাছে , খুশি ডানা মেলে উড়ে আসে চরাচরে
আমি যাব নদীর কাছে , দুর্গম গিরিপথে তোমায় সাথে নিয়ে চিরকাল ।
Comments