Saturday, September 30, 2023

যাব তোমায় নিয়ে চিরকাল - অসীম কুমার সমাদ্দার || Jabo Tomay niye chirakal - Asim Kumar Samadar || কবিতা || Kobita || Poetry

যাব তোমায় নিয়ে চিরকাল

অসীম কুমার সমাদ্দার



কল্পনায় এঁকেছিলাম তোমায় বহুদিন আগে 

তারপর প্রতীক্ষায় কেটে গেল অনেক দিন দুর্বিসহ একাকিত্বে

অনিদ্রায় অনাহারে স্বপ্ন হারিয়ে গিয়েছিল বাস্তবের ডাস্টবিনে

হটাৎ ঝড় এসে পুনরুদ্ধার করে সেই হারানো দিনকাল

তুমি চলে এলে খুব কাছে , খুশি ডানা মেলে উড়ে আসে চরাচরে

আমি যাব নদীর কাছে , দুর্গম গিরিপথে তোমায় সাথে নিয়ে চিরকাল ।



No comments: